শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

গফরগাঁওয়ে জব্দকৃত ৭৬ লাখ ঘনফুট বালু নিলামে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গফরগাঁওয়ে জব্দকৃত ৭৬ লাখ ঘনফুট বালু নিলামে

ময়মনসিংহের গফরগাঁওয়ে জব্দকৃত বালু নিলামে বিক্রির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর নিলাম করা হবে। ইজারা ব্যতীত ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমাণ আদালত ৯টি স্থান থেকে ৭৬ লাখ ৩০ হাজার ৪২ ঘনফুট বালু জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

জব্দকৃত বালু ১৯ সেপ্টেম্বর নিলাম দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। নিলাম বিজ্ঞপ্তির শর্তাবলিতে উলেস্নখ করা হয় প্রকাশ্য নিলাম ডাকের মধ্যেমে শুধু জব্দকৃত বালু বিক্রি করা হবে। ১৫ সেপ্টেম্বর নিলামের জন্য ইতিমধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি জানান, 'ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি স্থান থেকে ৭৬ লাখ ৩০ হাজার ৪২ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন জানান, জব্দকৃত বালু বিধিমোতাবেক প্রকাশ্য নিলামের বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে