দুর্গাপুরে ও গৌরীপুরে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
'জনকল্যাণের বিনিয়োগ এবং শিক্ষাকে অগ্রাধিকার দিন' প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ৬২তম আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহণে র?্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। এ উপলক্ষের্ যালি ও স্থানীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদের সভাপতি নুরে আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সংসদের সাবেক সভাপতি আজহারুল হক মাসুম, ফরহাদ ইকবাল সরকার, রুপন কুমার সরকার, রফিক মিয়া, বর্তমান উপজেলা কমিটির সহ-সভাপতি নূর আলম, কবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রমজান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রমুখ। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের '১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত বাঙালি জাতির পাকিস্তানিদের বিরুদ্ধে গৌরবগাথা আন্দোলন-সংগ্রামের চতুর্থ স্তম্ভ এই শিক্ষা দিবস। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ছাত্র ইউনিয়নের আয়োজনে পৌর শহরের অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এতে শিক্ষায় বৈষম্য নিরসন, সাম্প্রদায়িক শিক্ষা ও বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি জানান বক্তারা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি গকুল সূত্রধর মানিক। তিনি বলেন, '১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর যে শিক্ষা আন্দোলন হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা আজকে ৬২তম শিক্ষা দিবস পালন করছি। আমরা সরকার ও সব মহলের কাছে দাবি জানাচ্ছি, এই শিক্ষা দিবসকে সরকারিভাবে উদযাপনের জন্য।' পাশাপাশি শিক্ষা বৈষম্য নিরসন, শিক্ষায় সাম্প্রদায়িকতা ও বাণিজ্যিকীকরণ বন্ধের দাবি জানান তিনি। সভার প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী। উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিজনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা রানী, উপজেলা কৃষক সমিতির সভাপতি মজিবুর রহমান ফকির প্রমুখ।