শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

পেশাদারিত্বের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে -শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম বু্যরো
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পেশাদারিত্বের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে -শাহজাহান চৌধুরী

প্রত্যেক চিকিৎসককে সেবা, নিজেদের কাজ, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার ন্যাশনাল ডক্টরস ফোরামের প্রাইভেট হাসপাতাল শাখার শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, 'দেশের প্রতিটি সেক্টরে নিরাপত্তার জন্য আলাদা পুলিশ বাহিনী থাকলেও চিকিৎসকদের জন্য আলাদা কোনো পুলিশ বাহিনী নেই। তাই সরকারের কাছে আমাদের দাবি কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও চিকিৎসকদের জন্য পেশাগত সুরক্ষা আইন তৈরি করতে হবে।'

শিক্ষা বৈঠকে বেসরকারি মেডিকেল শাখার সভাপতি ডা. এটিএম রেজাউল করিম সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মাহমুদ ইউনুস, মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে ফজলুল হক, ডা. ইউসুফ ও ডা. নাছির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে