ঝিনাইদহে পুলিশের এসআইসহ গ্রেপ্তার ৪
দুই জেলায় হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
লক্ষ্ণীপুরে ও বাগেরহাটে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঝিনাইদহে ফেনসিডিলসমেত পুলিশের এসআইসহ তিনজন এবং এক ইউপি চেয়ারম্যানরকে গ্রেপ্তার করেছের্ যাব। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে পৃথক দুটি হত্যাসহ পুলিশের ওপর হামলার ঘটনা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার লক্ষ্ণীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সৈয়দ আহম্মদ লক্ষ্ণীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি।
থানা পুলিশ সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর-মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলাসহ গুলি চালায়। এতে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এর মধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। আফনান হত্যায় এজাহারে ৭৫ জনের নাম ও সাব্বির হত্যায় ৯১ জনের নাম উলেস্নখ করা হয়। এ দুই মামলায় ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ছাড়া ৪ আগস্ট দায়িত্বরত কাজে বাধাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক আনবিক চাকমা বাদী হয়ে ১৯ জনের নাম উলেস্নখ করে মামলা দায়ের করেন। এতে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
প্রতিটি মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়েছে। তিনটি মামলাতে আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদকেও আসামি করা হয়েছে।
লক্ষ্ণীপুর সদর মডেল থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের প্রবীণ শিক্ষককে নৃশংসভাবে হত্যা ও স্ত্রী-কন্যাকে মারাত্মকভাবে জখম এবং বাড়ির মালামাল লুটের মামলার প্রধান আসামি জনি শেখকে (২০) গ্রেপ্তার করেছের্ যাব-৬। সোমবার রাতে জেলার ফকিরহাট উপজেলার লখপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জনি শেখ ফকিরহাট উপজেলার ছোট পাইকপাড়া গ্রামের বাসিন্দা। খুলনার্ যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার দুপুরে দেওয়া এক মেইল বার্তায় এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর থেকে পুলিশের এক এসআইসহ তিনজনকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক করেছের্ যাব-৬। সোমবার রাতে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এইআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।র্ যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন বলেন, এ ঘটনায়র্ যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দায়ের করে আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, ঝিনাইদহে বিএনপি'র জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ দুটি নাশকতা মামলার আসামি সুরাট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফকে গ্রেপ্তার করেছের্ যাব। সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে সদর থানায় সোর্পদ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আশরাফ সদর উপজেলার সুরাট গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে। ঝিনাইদহর্ যাবের মেজর নাঈম আহমেদ জানান, তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।