সৈয়দপুর রেল কারখানা থেকে লোহা ও কয়লা চুরি
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে শুক্রবার ও শনিবার দু'দিন রেলওয়ে কারখানা বন্ধ থাকার সুযোগে ফার্নেস চুলিস্ন কেটে তিন মেট্রিক টন লোহা ও পাঁচ মেট্রিক টন কয়লা চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, চোরেরা কারখানার সুউচ্চ প্রাচীর সংলগ্ন গাছ বেয়ে প্রাচীর টপকে রেলওয়ে কারখানার ভেতরে প্রবেশ করে ফাউন্ড্রি শপের ফার্নেস চুলিস্ন কেটে এ চুরি সংঘটিত করে। রেলওয়ে কারখানার সুউচ্চ প্রাচীর ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এভাবে চুরি সংঘটিত হওয়ার বিষয়টি এলাকাবাসীর মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। চুরির বিষয়টি উপ-কারখানার নূরুজ্জামান সংবাদকর্মীদের নিশ্চিত করেন।
সূত্রমতে, রেলওয়ে কারখানায় মোট ২৬টি শপ (উপ-কারখানা) রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শেখ হাসানুজ্জামান জানান, বিষয়টি অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।