শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পরবর্তীতে কার্যক্রম শুরু হলে তা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সবাইকে জানানো হবে বলেও বলা হয়েছে।
গত রোববার রাতে শহরের একটি মার্কেটে সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান ছাত্ররা।
এ সময় ছাত্ররা বলেন, ছাত্রদের এখন পড়ার টেবিলে ফেরার সময় হয়েছে। সাধারণ ছাত্র-ছাত্রীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সঞ্জয় বণিক। আন্দোলনে নিহত শহীদদের প্রতি শোক এবং আহতদের সহমর্মিতা জানিয়ে লিখিত বক্তব্যে সঞ্জয় বনিক বলেন, 'আজকের পর থেকে শেরপুরে আমাদের সব সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলো। এরপর কেউ বৈষম্যবিরোধী আন্দোলনের নামে কোনো কার্যক্রম চালু রাখলে তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা টিম দায়ী থাকবে না। আমাদের সংগঠন একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। আমরা এখানে সবার অংশগ্রহণকে স্বাগত জানাই। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীর ভুল ধারণার কারণে আমাদের কর্মকান্ড সম্পর্কে বিরূপ মন্তব্য ও গুজব ছড়াচ্ছেন। এ সময় গুজব না ছড়িয়ে শেরপুর জেলার উন্নয়নে পাশে থাকার আহ্বান জানাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা টিম কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়।'
তিনি আরও বলেন, 'আমরা অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের পূর্ণ মর্যাদা ও ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করতে আমর শেরপুরের ছাত্র-জনতা অঙ্গীকারবদ্ধ।'
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলাটিমের সদস্যরা উপস্থিত ছিলেন।