শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

হরিরামপুরে ওলি-আউলিয়াদের মাজার ভাঙার প্রতিবাদে বিক্ষোভ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
হরিরামপুরে ওলি-আউলিয়াদের মাজার ভাঙার প্রতিবাদে বিক্ষোভ

সারাদেশে ওলি-আউলিয়ার মাজার ভাঙার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ঐতিহাসিক ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ঝিটকা শরীফ সার্বজনীন সূফী কল্যাণ পরিষদের আয়োজনে শুরুতেই উপজেলার বিভিন্ন দরবার থেকে আগত ভক্ত ও আশেকানেরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঝিটকা বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।

বক্তরা জানান, দেশে প্রায় অর্ধশতাধিক মাজার ধ্বংস করা হয়েছে এগুলো অনতিবিলম্বে সংস্কার করতে হবে। যারা মাজার ভাঙচুর করছে তারা কোনো ইসলামপন্থি নয়। কারণ ইসলাম হলো শান্তির প্রতীক। যারা মাজার ভাঙছে, তারা মাজার ভেঙে এদেশে কোনো ইসলাম প্রতিষ্ঠা করতে চায়?

তাই ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমাদের দাবি, বাংলাদেশে আর যেন কোনো মাজার ভাঙচুর করা না হয় এবং যে সব মাজার ভাঙচুর করা হয়েছে তা যেন দ্রম্নত সংস্কার করা হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে