হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর লাথিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃতু্যর অভিযোগ উঠেছে। অন্যদিকে, নাটোরের গুরুদাসপুরে ডাকাতি করতে গিয়ে বৃদ্ধকে হত্যা করার খবর পাওয়া গেছে। এছাড়াও গাইবান্ধা, বাগেরহাট, ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও, ফরিদপুরের ভাঙ্গা এবং সাতক্ষীরার রাজৈর থেকে আরও ছয় লাশ উদ্ধার করা হয়। প্রতিনিদিদের পাঠানো খবরে বিস্তারিত-
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, নবীগঞ্জ উপজেলার বদরদী ঘোনাপাড়া হাং সাং মুরাদপুর এলাকার মাহমুদ আলী গত ৯ সেপ্টেম্বর তার গর্ভবতী স্ত্রী নিছফা আক্তারকে লাথি মারলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসলে চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানেন। সেখানে চিকিৎসারত অবস্থায় ৬ দিন মৃতু্যর সঙ্গে লড়ে গত রোববার মধ্যরাতে তিনি মারা যান। পরে মৃতদেহ থানায় নিয়ে আসলে পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়। এদিকে ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আটক মাহমুদকে গ্রেপ্তার দেখিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়। ধৃত মাহমুদ ওই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মাহমুদ আলী প্রায় ১৭ বছর আগে উপজেলার করগাও ইউনিয়নের শেরপুর গ্রামের করিম মিয়ার মেয়ে নিছফা আক্তারকে বিয়ে করেন। ইতিমধ্যে মাহমুদ আরও একটি বিয়ে করে ঘটনারদিন ৯ সেপ্টেম্বর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। এনিয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রী নিছফা আক্তার ও তার স্বামীর মাহমুদ আলীর মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী মাহমুদ আলী স্বজোড়ে স্ত্রী নিছফার পেটে লাথি মারলে তিনি গুরুত্বর অসুস্থ হন।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে কামাল হোসেন নামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে তার বাবা হারেজ আলী (৭৫) কে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন কামালের মা হলেদা বেগম (৭০)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের মিল্কি ধানুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, 'হারেজ আলীর এক ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন। আরেক ছেলে খাঁজা আলী আলাদা বাড়িতে বসবাস করেন। বাড়িতে কামালের বাবা-মা বসবাস করতেন। মঙ্গলবার ভোর রাতে প্রায় ৪ সদস্যের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এসময় হারেজ আলী ওযু করছিলেন। হঠাৎ কিছু লোককে বাড়িতে দেখতে পেয়ে তিনি চিৎকার করতে থাকেন। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে কামালের বাবা-মাকে। ঘটনাস্থলেই মারা যান কামালের বাবা হারেজ আলী। পরে ডাকাতরা বাড়িতে থাকা টাকা-স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়। ৪ জন ডাকাতের মধ্যে ১ জন পালাতে পারলেও তিনজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, 'লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা শহরের সার্কুলার রোডস্থ রমেশ ঘোষ মিষ্টির দোকানে সোমবার বিকেলে বিদু্যৎস্পৃষ্টে আব্দুল মান্নান শেখ (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আব্দুল মান্নান শেখ সদর উপজেলার বলস্নমঝাড় ইউনিয়নের কাগলঢোপ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই দোকানে কাজ করতেন মান্নান। সোমবার বৃষ্টির কারণে ওপর থেকে তার ছিড়ে দোকানের টিনসেডের ঘেড় বিদু্যতায়িত হয়। মান্নান শেখ অসাবধানতাবশত: ওই টিনসেড হাত দিলে বিদু্যৎস্পৃষ্টে গুরুতর অসুস্থ হন। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোংলায় নৌকা ডুবির দুই দিন পরে হামিদ সরদার (৬৫) নামের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। সোমবার বেক্সিমকো এলপিজি গ্যাস পস্নান্ট সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় ওই মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে ১৪ সেপ্টেম্বর খুলনা জেলার দাকোপ উপজেলার চুনকুড়ি এলাকায় শিবসা নদীতে একটি কাঠের ফিশিং বোট ডুবে যায়। ওই বোটে থাকা ৭ জন জেলের মধ্যে ৬ জন সাঁতরে উপরে উঠলেও হামিদ সরদার ডুবে যান। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত হামিদ সরদার জেলার রামপাল উপজেলার কৈগরদাশকাঠি গ্রামের মৃত ফজলু সর্দারের ছেলে।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে আব্দুল লতিফ (৬০)নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে আব্দুল লতিফ জমিতে সার দেওয়ার সময় বিদু্যতের তারে জড়িয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছোট ভাই স্থানীয় ইউপির সাবেক মেম্বার মানিক মিয়া বলেন, বাড়ির পাশে কৃষি জমির উপর প্রতিবেশি আব্দুল মতিনের বিদু্যতের তার ছিঁড়ে পরে ছিল ৩-৪ দিন ধরে। বারবার তাগিদ দেওয়ার পরও বিদু্যৎ লাইন মেরামত করেননি মতিন। দুপুরে আব্দুল লতিফ ধান ক্ষেত থেকে সার দিতে গিয়ে ওই ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে জঙ্গলাকীর্ণ পুরোনো কবরস্থান থেকে এক অজ্ঞাত যুবতীর মৃতদেহ (২৫) উদ্ধার করেছে পুলিশ। গত রোববার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটির গলায় ওড়না পেঁচানো ছিল। পাশে পড়ে থাকা একটি ব্যাগে ছিল জুতা, কাপড় ও টুকটাক প্রসাধনী সামগ্রী।
গৌরীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, উদ্ধার করা যুবতীর মৃতদেহে ছিল রক্তাত্ব আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ও তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় নীলা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামের ওই গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের দিনমজুর সজীব মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের লালচান মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে তার স্বামী বাড়ি ফিরে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে স্ত্রীকে ডাকাডাকি করেন। দরজা না খুললে বাড়ির লোকজন ঘরের জানালা ভেঙে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা পারিবারিক অশান্তির কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন।
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে জঙ্গল থেকে জ্ঞানেন্দ্র বালা (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ইশিবপুর ইউনিয়নের পূর্ব লুন্দি গ্রামের সাতারকালী ব্রিজের পাশের জঙ্গল থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ মঙ্গলবার ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত জ্ঞানেন্দ্র একই উপজেলার আমগ্রাম ইউনিয়নের কান্দিয়া গ্রামের ধ্রম্নব বালার ছেলে।