বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, 'পতিত স্বৈরাচারের আমলে যারা রাউজানে নিরীহ মানুষের ওপর জুলুম নির্যাতন করেছে তাদের বিচার হবে। যেসব হিন্দু পরিবারের জায়গা জবর দখল করে রেখেছে সেসব জায়গা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হচ্ছে।'
সোমবার চট্টগ্রামের রাউজানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, 'খবর পাওয়া যাচ্ছে কেউ কেউ স্বৈরাচারের দোসরদের সঙ্গে আঁতাত করে চাঁদাবাজিতে জড়িত হচ্ছে। যাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনার সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ফিরোজ আহমদ, বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ হাসেম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুপ তালুকদার প্রমুখ।