দিনাজপুরের কাশিমপুরকে স্মার্ট পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামকে ১৫টি সূচককে সামনে রেখে স্মার্ট পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পানি-মাটি-বাতাসকে বিশুদ্ধ রাখা ও পলিথিনমুক্ত গ্রাম গড়ার অঙ্গীকারে কাশিমপুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ওয়ার্ল্ড ভিশন ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথি গুলজার হোসেনের যৌথ স্বাক্ষরে কাশিমপুর স্মার্ট পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করা হয়।
দিনাজপুর এপির সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল স্পেশালিস্ট কাজল কুমার দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন ভিডিসি সভাপতি সাইফুদ্দীন, গ্রাম উন্নয়ন কমিটির সেক্রেটারি শামীমা বেগম, ব্র্যাক স্কুলের প্রধান শিক্ষক রুখশানা বেগম, ফ্যাসিলেটর শামীম শাহরিয়ার, লতা আক্তার ও আইরিন বানু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আল-আমিন ও তহসিনা আক্তার চুমকি। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস। শেষে শিশু ফোরামের সদস্যরা পরিবেশবান্ধব একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।