বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে পাঁচ জেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় গভ. মডেল গার্লস হাইস্কুলের ৬ শিক্ষককে স্ব-সম্মানে ফিরিয়ে আনতে ও বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা পেস্নকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসক দিদারুল আলমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে কথা বলে। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক দিদারুল আলম।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন আব্দুল হাই, নান্নু খন্দকার, সাবেক চেম্বার আব্দুল হান্নান সরকার, আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, আকবর আলী সরকার, আবু বক্কর, বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে আরাফাত আলী, আশিক, রুহুল আমিন, আলিফ, রাব্বি প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা, সন্ত্রাস ও দখল দায়িত্বমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মঙ্গলবার দুপুরে শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে এসে এক মানববন্ধন ও সক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শারমীন সুলতানা, সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমীন, নুসরাত জাহান সাথী, রাফসানা হোসেন, জেহাদ হোসেন, আসিফ ইকবালসহ অন্যরা।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের পার্বতীপুরে সুদ কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার উপজেলার রামপুর ও পলাশবাড়ী ইউপির বাসিন্দারা মানববন্ধন করেন। বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় আইনের তোয়াক্কা না করে আর্থিক সংকটে থাকা মানুষদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে ঋণের ফাঁদে ফেলে ভুল বুঝিয়ে এবং জোরপূর্বক ঋণগ্রহীতার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের অলিখিত ফাঁকা চেক ও অলিখিত ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে তাদের হেফাজতে রেখে দিয়ে জিম্মি করে সুদ কারবারিরা।
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি জানান, ১০ মাসের ব্যবধানে আবারও শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্বডামুড্যা ও শিধলকুড়া ইউনিয়নের চার মৌজার ৫শ' একর জমির জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে জমির মালিক, চাষি ও বস্নক ম্যানেজাররা অংশ নেয়। এর পরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি স্মারকলিপি দেয় ভুক্তভোগীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহিউদ্দিন খোকন, সোহাগ মাল, বাদশা মাঝি, জমির মালিক গোলাম ফারুক, এমদাদুল হক মাঝি, রফিকুল ইসলাম সুমন খান, মহন হাওলাদার, কৃষক নাজমুল মোলস্না, সেকান্তর মাঝী, লিটন সরদার প্রমুখ।