শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

স্বদেশ ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

১২ রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সারাদেশে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল কবীর, সদর থানার ওসি কাজী শাহ্‌ নেওয়াজ, এন আকন্দ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন প্রমুখ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা ও পবিত্র জশনে জুলুছ উদযাপন কমিটির যৌথ ব্যবস্থাপনায় দিনটি উদযাপন করা হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ানহাট, ফুলতলা, বিওসির মোড় ও মৌলভীর দোকানসহ দোহাজারী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গণে এসে মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মোখতার হোসাইন শিবলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাদ্রাসার সহ-সভাপতি নুরুল ইসলাম, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, ব্যবসায়ী নেতা জামাল উদ্দিন, মাদ্রাসাটির অধ্যক্ষ সিরাজ উদ্দিন আলকাদেরি, জুলুছ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক বাচা সওদাগর, ডা. আবদুর রহমান, অ্যাডভোকেট আরিফুজ্জামান, হাবিবুর রহমান, অভিভাবক সদস্য জাকের হোসেন সওদাগর, শরাফত আলী ও কাজী সৈয়দ নূও এবং সাবেক কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দীন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- আব্দুল মোমেন লাভলু, কাজী শাহেদ নূর, সাইফুল ইসলাম মাস্টার, মহিউদ্দিন মাস্টার, মাওলানা আবু সৈয়দ নেজামী, মাওলানা সৈয়দ মাহমুদ হাছান জালালী, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন নিরব প্রমুখ। পরে মিলাদ, কিয়াম ও মোনাজাত এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। আলোচনা সভায় আলোচকরা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শকে অনুসরণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ সভাকক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও আদর্শকে সামনে রেখে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুলস্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মাহেরা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, অধ্যক্ষ আজহার উদ্দীন। উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিনের উপস্থাপনায় প্রধান আলোচক ছিলেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। অন্য আলোচকরা ছিলেন- হাফেজ মাওলানা জালাল উদ্দিন, হাফেজ মাওলানা আশিকুজ্জামান, মো. ইমাদুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর, এমসি শেখ শওকত হোসেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা ওজিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার বিদু্যৎ রঞ্জন সাহা, পিআইও ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পলস্নী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিনসহ আলেম সমাজ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন- হাফেজ মাওলানা আজিজুল হক। এ ছাড়াও পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা মডেল প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, কপিলমুনি মেহরুন্নেছা বালিকা বিদ্যালয়, সহচরী বিদ্যামন্দির, আলিম মাদ্রাসা, মসজিদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছেন।

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের শাহরাস্তির চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদের সভাপতিত্বে হামদ, নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুলের সহকারী সফিকুল ইসলামের সঞ্চলনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন- খায়রুল আনাম, হেলাল আহমেদ, প্রভাষক সাদিয়া আফরিন, প্রভাষক মোহাম্মদ আলী ও একাডেমিক অ্যাডভাইজার সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কালাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- ছামিয়া আক্তার, মুনছুর আহমেদ, মরিয়ম আক্তার ও মাজহারুল ইসলাম।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কার্যালয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন- নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা মৎস্য অফিসার জেসমিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, উপজেলা হিসাররক্ষণ অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমবায় অফিসার নাহিদা নাসরিন, উপজেলা সমাজসেবা অফিসার হুমায়ুন কবীর, উপজেলা খাদ্য অফিসার সুশান্ত দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহান শাহ ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাসসহ আরও অনেকে। পরে উপস্থিত অফিসাররা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষার ওপর একে একে বক্তব্য পেশ করেন। এ ছাড়াও উপজেলার প্রতিটি স্কুল, কলেজ-মাদ্রাসায় মিলাদুন্নী (সা.) পালিত হয়েছে।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে জশনে জুলুছের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাইফুল ইসলাম শাহিন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবুল ফজল হোসেন, আব্দুল মুস্তুফা সৈয়দ মুহ্‌সিন মাইজভান্ডারি, হযরত মাওলানা হাবিব মাসাকিন, মাওলানা আবু সুফিয়ান, হাজি এমাদ মিয়া, রাজু আহম্মেদ ও মাওলানা শফিউল বাশার।

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের কেরাত, হামদ, নাত প্রতিযোগিতা, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়েখ আব্দুল আজিজের সঞ্চালনায় আলোচনা সভায় রাসূল (সা.) এর জীবনীর ওপর আলেচনা করেন মাওলানা আমির হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আফতাব উদ্দিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, মাওলানা আবু ইউসুফ। শেষে দেশ ও জাতির কল্যাণে রাসূলের জীবনাদর্শ বাস্তবায়নে শান্তির পথে এগিয়ে আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে