সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
বিক্ষোভ সমাবেশ \হনাটোর প্রতিনিধি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাসেল রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য কাজী শাহ আলম। কর্মিসমাবেশ ম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি দেশজুড়ে সন্ত্রাস-নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজশাহীর দুর্গাপুরে কর্মিসমাবেশ করেছে উপজেলা জামায়াত। শনিবার বিকালে উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের মাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আহমদ উলস্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলাম, সেক্রেটারি শামীম উদ্দিন, সাবেক আমির অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম। সমাবেশ অনুষ্ঠিত ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জোড়শিমুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন। চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা। চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, ধুনট উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা। কমিটি গঠন ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির সভাপতি আবু সালেহ সরকার ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আমিনুল ইসলাম। শনিবার বিকালে পার্বতীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। পার্বতীপুর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম। সুজন'র মতবিনিময় ম কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার কলারোয়ায় সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুজন'র উপজেলা কার্যনির্বাহী কমিটির ওই সভা শনিবার সন্ধ্যায় কলারোয়া পাবলিক ইন্সটিটিউট মিলনায়তনে কলারোয়া উপজেলা সুজন'র সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুজন'র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রনজু। এ সময় ছিলেন সাতক্ষীরা জেলা সুজন'র সম্পাদক সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলামসহ অন্যান্যরা। সভা সঞ্চালনা করেন উপজেলা সুজন'র সম্পাদক মেহেদী হাসান। ফ্রি মেডিকেল ক্যাম্প ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মরহুম আব্দুর রাজ্জাক মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার আধুনিক নার্সিং হোম হাসপাতালে দিনব্যাপী কর্মসূচিতে সবাইকে চিকিৎসা দিতে নিয়োজিত ছিলেন মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ জাফর মিয়া, ডা. সুলতানুল মালিহা নাজনীন, ডা. রাহাতুল ইসলাম, ডা. মো. আবু রায়হান নাঈম, ডা. মো. মামুন অর রশিদ। টিসিবি পণ্য বিতরণ ম কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নে রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত মজলু এন্ড ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মজলু মিয়া টিসিবির ১৪২১টি কার্ডের মাল ন্যায্যমূল্যে অসহায় ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। টিসিবি কার্ডে ৫ কেজি চাল, ২ কেজি তেল ও ২ কেজি ডাল ৪৭০ টাকার মধ্যে পণ্যগুলো বিক্রয় করেন। জানা যায়, উছমানপুর ইউনিয়নসহ কুলিয়ারচরে সবগুলো ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। সমন্বয় কমিটির সভা ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর পিরোজপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহম্মদ আশরাফুল আলম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে ছিলেন নবাগত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। সভা অনুষ্ঠিত ম স্টাফ রিপোর্টার, নীলফামারী নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক নাটিকা উপস্থাপন, শিশু ফোরামের উদ্যোগে গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, সচিব আশিকুর রহমান, ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ। আলোচনা শেষে বেলুন উড়িয়ে বাল্যবিয়েমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়। ধানের চারা বিতরণ ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার মৌলভীবাজারের ৩টি উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ধানের চারা বিতরণ করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় জেলার কুলাউড়া উপজেলা টিলাগাঁও বাজারে ৩৫ জন কৃষককে রোপা আমন ধানের চারা হাতে তুলে দেওয়া হয়। শ্রমিক কল্যাণ জেলা সভাপতি আলাউদ্দিন শাহর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা সেক্রেটারি মো. আলাউদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী। আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণের কুলাউড়া উপদেষ্টা মো. জাকির হোসেন। মতবিনিময় সভা ম জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট পৌর এলাকার ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শান্তিনগর উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম। প্রধান বক্তা ছিলেন শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র। এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম। মতবিনিময় সভা ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনায় নবযোগদানকৃত জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সঙ্গে রোববার বিকালে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সদস্য কবীর হোসেন চান মিয়া, দিলওয়ার খান, আলনা বেগম, কামাল হোসাইন, সাংবাদিক চন্দন চক্রকর্মী, আবদুল হান্নান প্রমুখ। জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে নেত্রকোনাকে যেন নতুনভাবে সাজাতে পারি এ লক্ষে কাজ করে যাব। আমাকে আপনারা সহযোগিতা করবেন। পোনামাছ অবমুক্ত ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি আমিষের চাহিদা পূরণে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ডা. বদরুদ্দোহার নেতৃতে শনিবার বিকালে দিনাজপুর এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশনের আয়োজনে বীরগঞ্জ ঢেপা নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় ছিলেন উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান, জয়নন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় গোপাল, সাংবাদিক নূরে আলম সিদ্দিকী বাবু, বিশিষ্ট ব্যবসায়ী গুনধর রায় প্রমুখ। বাইসাইকেল বিতরণ ম আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত পাঁচ জন ছাত্রীর হাতে বাইসাইকেল ও ৫৩ জন শিক্ষার্থীর হাতে ২ লাখ ৫৮ হাজার ৫শ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ সময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীরা। মতবিনিময় সভা ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দৃশ্যমান একটা শক্তিকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক, কিন্তু অদৃশ্যমান শক্তি ঠিকই ঘাপটি মেরে বসে আছে। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাজেই বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার বিকালে কলেজ রোড উপজেলা বিএনপির আয়োজনে যৌথ মতবিনিময় সভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাষ্টার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আকরামুল হাসান মিন্টু।