শেরপুরে শ্রীবরদীতে শিক্ষক শরিফুল ইসলাম হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রম্নত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুরে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী কাজল, মেয়ে শশী, রোজা, রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মীর রুকোনুজ্জামান লাখো, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, রাণীশিমুল ইউনিয়ন যুব দলের সভাপতি কাজী আবু সাঈদ, শিক্ষক রফিকুল ইসলাম, ফোরাইদ ইসলাম প্রমুখ।
এ সময় টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়, টেঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমান্ত শিশু নিকেতন অ্যান্ড হাইস্কুল, রাণীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়, হালিমা আহসান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, শাহাজালাল একাডেমি, ভায়াডাঙ্গা এম এ সিনিয়র মাদ্রাসার সব শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।