শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দুপচাঁচিয়ায় ৩৬টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দুপচাঁচিয়ায় ৩৬টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

বগুড়ার দুপচাঁচিয়ায় এবার ৩৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া পৌর এলাকায় ১৩টি, তালোড়া পৌর এলাকায় ৫টি, তালোড়া ইউনিয়নে ৫টি, গুনাহার ইউনিয়নে ৩টি, গোবিন্দপুর ইউনিয়নে ৭টি ও চামরুল ইউনিয়নে ৩টিসহ মোট ৩৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

গত বছর এ উপজেলায় ৪২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সনাতনী পঞ্জিকামতে এবার দেবী দুর্গা দোলায় বা পালকিতে আগমন ও গজে (হাতি) গমন করবেন। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে দেবী দুর্গার পূজা শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে