কাজিপুরে নদী তীর সংরক্ষণ বাঁধে হঠাৎ ধস
প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজিপুরের পুরাতন মেঘাই এলাকার যমুনা নদী তীর সংরক্ষণ কাজে হঠাৎ করেই ধস সৃষ্টি হয়ে প্রায় ২০ মিটার স্থান যমুনা গর্ভে চলে গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, পুরাতন মেঘাই এলাকার দুটো বালু পয়েন্টের মধ্যবর্তী স্থানে নদী তীর সংরক্ষণ কাজে শনিবার বিকালে ধস দেখা দেওয়ার ১০-১২ ঘণ্টার ব্যবধানে প্রায় ২০ মিটার পরিমাণ স্থান নদী গর্ভে চলে গেছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের লোকজন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও স্থানীয় ছাত্র-জনতার সহযোগিতায় ভাঙন ঠেকাতে জিও ব্যাগে বালু ভরে ড্যাম্পিং অব্যাহত রেখেছেন।
স্থানীয় লোকজনের অভিযোগ বালু ব্যবসায়ীরা সংরক্ষণ কাজের খুব কাছ থেকে বালু উত্তোলন করার কারণে এই ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি বৃদ্ধি ও প্রচন্ড স্রোতের কারণে ভাঙন অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।