ভাঙ্গুড়ায় চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদে ইউনিয়ন পরিষদে তালা
প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও নিজ গ্রামের কার্যালয় থেকে ভিডাবিস্নউবি'র কর্মসূচি চাল বিতরণ না করায় পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় জনগণ ও সাধারণ ছাত্ররা। গত বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভিডাবিস্নউবির সুবিধাভোগী জনসাধারণ ও ছাত্ররা গিয়ে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনার প্রায় ১০ দিন আগে ইউনিয়ন পরিষদের সদস্যরা ওই চেয়ারম্যানের অপসারণ দাবি করে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই মাস বন্ধ থাকার পর পুনরায় সম্প্রতি ইউনিয়ন পরিষদে ভিডাবিস্নউবি কর্মসূচির চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এই চাল বিতরণ করা হয়েছে। তবে দিলপাশার ইউনিয়ন পরিষদে যাতায়াতে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় ভিডাবিস্নউবি কর্মসূচির চাল চেয়ারম্যান নিজ বাড়ি থেকে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করেন। পরিষদ থেকে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় প্রায় তিন কিলোমিটার দূরে হওয়ায় বিভিন্ন ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ অবস্থায় পূর্বের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষুব্ধ সাধারণ জনগণ ও ছাত্ররা চেয়ারম্যানের অপসারণ দাবি করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।
ইউপি সদস্য আরজু খান পরিষদের ভবনে তালা মারার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সোচ্চার এলাকার মানুষ। বৃহস্পতিবার পরিষদে না গিয়ে নিজের গ্রামের কার্যালয় থেকে চাল বিতরণ করায় আরও ক্ষিপ্ত হয়ে জনগণ পরিষদে তালা মারে।'
চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, ইউপি সদস্যরা তার বিরুদ্ধে চক্রান্ত করে এ ঘটনা ঘটাতে পারেন। তবে নিজের গ্রামের কার্যালয় থেকে চাল বিতরণের কথা তিনি স্বীকার করেছেন।
ভাঙ্গুড়া ইউএনও নাজমুন নাহার বলেন, বিষয়টি তাকে কেউ জানায়নি। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টি তিনি দেখবেন।