রংপুরের মিঠাপুকুরে মোকতারুল ইসলাম ভোদল (২৬) হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নিহতের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- নিহতের খালাতো ভাই তহিদুল ইসলাম (৩৬) ও মামাতো ভাই আল-আমিন (৩৭)।
রোববার রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শরীফ উদ্দিন।
সংবাদ সম্মেলনে জাননো হয়, সুদের টাকা লেনদেনের বিরোধ থেকে পরিকল্পিতভাবে মোকতারুল ইসলাম ভোদলকে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যার শিকার ভোদল মিঠাপুকুর উপজেলার অভিরাম নুরপুর গ্রামের কলম উদ্দিন ও কল্পনা বেগম দম্পতির বড় ছেলে। ঘটনার দিন ৯ সেপ্টেম্বর ভোদল তার মোটর সাইকেল নিয়ে জায়গীর হাটের উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাতে বাড়িতে ফিরে না আসলে তার ভাই আকতারুল ইসলাম ভিকটিমের খোঁজে বের হয়ে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বলদিপুকর পলস্নীবিদু্যৎ সাব জোনাল অফিস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের কাছ থেকে মোকতারুলের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে মিঠাপুকুর থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।