চট্টগ্রামে বিএনপির শোভাযাত্রা মঙ্গলবার

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শোভাযাত্রা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়ার কারণে রোববারের কেন্দ্র ঘোষিত শোভাযাত্রা স্থগিত করা হয়। রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্র ঘোষিত রোববারের চট্টগ্রাম বিভাগীয় বিএনপির শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় ওয়াসা মোড় জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উলস্নাহ বলেন, বিশ্ব গণতন্ত্র দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। তাই চট্টগ্রামের এই গণতন্ত্রের শোভাযাত্রাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্র ঘোষিত শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন। এছাড়া চট্টগ্রাম মহানগরীর ৪৩টি ওয়ার্ড ও ১৫টি থানা থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।