পার্বতীপুরের পটচিত্রে ফুটে ওঠে বাংলা সংস্কৃতির ঐতিহ্য

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের বাঘ পটুয়া টাইগার নাজিরের পটচিত্রে ফুটে ওঠে বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য। আর অতীত সেই ঐতিহ্যকে ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নাজির। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল আকাঙ্ক্ষাই তাকে আজ এ পর্যায়ে নিয়ে এসেছে। জাপান-বাংলাদেশ সৌজন্য দূত হিসেবে কাজ করেছে পটুয়া নাজির। দেশ-বিদেশে এ পর্যন্ত তার ৬০টি একক পটচিত্র প্রদর্শনী হয়েছে। এ ছাড়া দেশ-বিদেশে প্রায় ৪শ'টি যৌথ পটচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। পটচিত্র শিল্পী বাঘ পটুয়া টাইগার নাজির হোসেনের জন্ম ১৯৮২ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রোস্তম নগর মহলস্নায়। বাঘ পটুয়া নাজির প্রায় ৩০ বছর ধরে পটচিত্র আঁকেন। তার পটচিত্রে আবহমান বাংলার লোককাহিনী গাজী কালু চম্পাবতী, ময়মনসিংহ গীতিকা, বনবিবি বেহুলা লক্ষীন্দর, গাজীরপট এবং সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগার স্পষ্ট হয়ে উঠেছে। সব সময় বন্ধু বেশে পাশে থাকে পটুয়া নাজিরের হাতের আঁকা বাঘ বানতোরা কুন মাসকট। রাজধানী শাহবাগ এলাকায় তার একটি প্রদর্শনী স্টল রয়েছে। যেটি পটচিত্র শিল্পী বাঘ পটুয়া টাইগার নাজিরের স্টল হিসেবে পরিচিত।