পঞ্চগড়ে বাড়িঘর ভাঙচুর লুটপাটে জড়িতদের শাস্তির দাবি

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় সন্ত্রাসীদের হামলায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জে নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সফিকুল ইসলাম, জান্নাত বেগম, হালিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। তারা অভিযোগ করে বলেন, 'স্থানীয় ওলিয়ার, আব্দুল কুদ্দুসসহ কয়েকজন ব্যক্তি আমাদের কেনা জমি নিজেদের দাবি করে জাল দলিল করেন। পরে এ নিয়ে মামলা দায়ের করা হলে তারা মামলায় হেরে যান। এরপর থেকে আমাদের মেরে ফেলার উদ্দেশ্যই তারা বিভিন্ন সময়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালাতো। গত বুধবার দুপুরে কুড়াল, রাম দাসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা বাড়ি ঘরে হামলা করে ঘরের জানালা, দরজা, সীমানা ঘেরার টিনের বেড়াসহ বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট চালায়।' ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের কাছে নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।