ইউএসটিসির ভিসির নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চট্টগ্রামে (ইউএসটিসি) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশের নিয়োগ বাতিল করার দাবিতে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করে ভিসির পদত্যাগসহ চারটি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হচ্ছে- অতিসত্বর নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়ার পদত্যাগ, সকল ডিপার্টমেন্টভিত্তিক দাবি যত দ্রম্নত সম্ভব মেনে নেওয়া এবং ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ওয়েভার প্রদান। শিক্ষার্থীরা বলেন, 'আমাদের সবাই ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলাম। আমরা দাবি জানাচ্ছি প্রতিটা ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের ২৫ শতাংশ ওয়েভার দেওয়া হোক। আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে আমাদের আন্দোলন চলমান থাকবে। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত পরীক্ষাসহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমরা বিতর্কিত ভিসি এবং রেজিস্ট্রারকে চাই না।'