সখীপুরে নিশ্চন্তপুরবাসীর দুঃখ চারশ' মিটার রাস্তা

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সাজ্জাত লতিফ, সখীপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের সখীপুরে কাঁচা রাস্তা সংস্কার করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্যরা -যাযাদি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার নিশ্চিন্তপুরবাসীর দুঃখ চারশ' মিটার কাঁচা রাস্তা। স্বাধীনতার ৫২ বছরেও দুঃখ ঘোচেনি তাদের। অসহনীয় কষ্ট, দুর্ভোগ মাথায় নিয়ে প্রতিদিন চলাচল করতে হয় নিশ্চিন্তপুর, ডাকাতিয়া, ইছাদিঘী ও ডাবাইলপাড়া গ্রামের হাজার হাজার মানুষকে। এই দুর্ভোগের কথা চিন্তা করে এলাকার তরুণ, বৃদ্ধ, খেটে খাওয়া মানুষ নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাটি দিয়ে বার বার মেরামত করার চেষ্টা করেন। এবার শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে কাঁচা রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। উপজেলার কচুয়া-নিশ্চিন্তপুর সড়কের নিশ্চিন্তপুর বাজারের কাছে অন্তত ৪০০ মিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, শনিবার কচুয়া-নিশ্চিন্তপুর সড়কে অন্তত অর্ধশতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ করছেন। ওই রাস্তার পাখার বাঁধ থেকে আমতলা বাংলাবাজার পর্যন্ত চারশ' মিটার রাস্তার কারণে কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন। কৃষককের ধান, পাট ও কাঁচামালসহ বিভিন্ন ধরনের মালামাল ৮-১০ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হচ্ছে। এতে সময় এবং অর্থ দুই-ই ব্যয় হচ্ছে। দুর্ভোগের কথা স্বীকার করে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জোস্না আক্তার বলেন, 'সামান্য রাস্তার কারণে প্রতিদিনই আমাদের সীমাহীন কষ্ট করতে হয়। গ্রামের লোকজন কষ্ট করে কাঁদায় পরিপূর্ণ রাস্তাটি মেরামত করলেও অল্প কিছু দিন যেতে না যেতেই আবার কর্দমাক্ত হয়ে হাঁটাচলার অনুপযোগী হয়ে পড়ে।' নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা ওই প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল হাই মাস্টার বলেন, পুরো রাস্তা নির্মাণ হলেও একটু রাস্তার জন্য আমরা উপজেলা সদর তো দূরের কথা, কোনো হাটবাজারেও যেতে পারি না। এটুকু রাস্তা নির্মাণ আমাদের প্রাণের দাবি। এ সময় এক নম্বর ওয়ার্ড (নিশ্চিন্তপুর) বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোস্তফা কামাল, যুবদলের সাধারণ সম্পাদক ফারুক আল ফরহাদ, জিয়া স্মৃতি সংসদের সভাপতি জসীম আল মামুন, সহ-সভাপতি নাসির উদ্দিন সম্পাদক রুবেল সিকদার, সাংগঠনিক সম্পাদক লিটন, সোহেল রানা, সাইফুল ইসলাম, মোস্তফা, শাহীনুর, আব্দুল মজিদ, হামিদ, মাফিজুল, জসীম উদ্দিন, জুলহাস, নইম উদ্দিন, মামুনসহ এলাকার অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জানান, 'শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা এই কাঁচা রাস্তার সংস্কার কাজ শুরু করেছি।' প্রাথমিকভাবে রাস্তায় কাউচি ফেলে চলাচল উপযোগী করা হচ্ছে। এলাকার অটোভ্যান ও ইজিবাইক চালকরাও স্বেচ্ছায় আমাদের কাজে এগিয়ে এসেছে। আমাদের এই রাস্তার জনদুর্ভোগ যাতে শিগগিরই শেষ হয়, এ জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।