৫ দফা দাবিতে মৎস্য ডিপেস্নামা শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে বিক্ষোভ অব্যাহত

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জের বেলকুচিতে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন মৎস্য ডিপেস্নামা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা -যাযাদি
ম স্বদেশ ডেস্ক মৎস্য ডিপেস্নামাধারী শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস এবং পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণের দাবিতে নোয়াখালী ও নওগাঁর মান্দায় মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের বেলকুচির মৎস্য ডিপেস্নামা ইনস্টিটিউটের সব শিক্ষার্থী ক্লাস বর্জন করে এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানান, মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন, প্রকল্পের জনবল রাজস্ব না করা ও ডিপেস্নামাধারীর উচ্চ শিক্ষার ব্যবস্থাকরণসহ পাঁচ দফা দাবি ও এ বিষয়ে মৎস্য ভবনের কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীরা সারাদেশে একযোগে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে স্ব-স্ব মৎস্য ডিপেস্নামা ইনস্টিটিউটের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। তাদের এই পাঁচ দফা দাবি মেনে না নেওয়া হলে এর চেয়ে আরও কঠোর আন্দোলনসহ প্রয়োজনে অনশন ও ধর্মঘট করার হুঁশিয়ারি দেন। এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের এনায়েতপুরের মৎস্য ডিপেস্নামা ইনস্টিটিউটের সব শিক্ষার্থী দিনব্যাপী বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের মধ্যে এক সমন্বয়ক জানান, গত ৮ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন, প্রকল্পের জনবল রাজস্ব না করা ও ডিপেস্নামাধারীর উচ্চ শিক্ষার ব্যবস্থাকরণসহ পাঁচ দফা দাবি ও এ বিষয়ে মৎস্য ভবনের কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবং সেই প্রেক্ষিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন প্রসঙ্গে মৎস্য ডিপেস্নামা ইনস্টিটিউট সিরাজগঞ্জের অধ্যক্ষ বরাবর একটি আবেদন পেশ করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা বেশি বৈষম্যের শিকার হয়েছি। স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নার্সদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রোববার নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচিতে নার্সিং শিক্ষার্থী ছাড়াও হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সেবা ব্যাহত হয়। এ সময় নোয়াখালী নার্সিং সমন্বয় পরিষদের নেতা আব্দুলস্নাহ ফারুক, শিরিন আক্তারসহ নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র স্টাফ নার্স ইনচার্জ মাসুমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স রিজিয়া সুলতানা, শামীমা আখতার, রাবেয়া খাতুন, কামনা রায়, মুরশিদা খাতুন, তারিন ইসলাম প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে নাজমুন্নাহার, সম্পা খাতুন, খালেদা খাতুন প্রমুখ।