শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃতু্য

তাহিরপুরে মাটিচাপায় শ্রমিক নিহত দুই জেলায় শিশুসহ আরও দুই অপমৃতু্য
স্বদেশ ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃতু্য

দিনাজপুরের বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃতু্য হয়েছে। অন্যদিকে, সুনামগঞ্জের তাহিরপুরে মাটিচাপায় এক কয়লা শ্রমিকের মৃতু্য হয়। অন্যদিকে, টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার ও কুড়িগ্রামের রাজারহাটে বিদু্যৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে মো. জীবন (২৩) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। জীবন পৌর শহরের কোমরপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হতে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, চুরির অভিযোগে জীবনকে রোববার সকালে জোৎন্সা ফিলিং স্টেশন এলাকায় গণপিটুনি দেয় একদল বিক্ষুদ্ধ জনতা। পরে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে কয়লাখনিতে মাটিচাপা পরে আবুল হোসেন নামে এক কয়লা শ্রমিকের মৃতু্য হয়েছে। নিহত আবুল হোসেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলকাছ মিয়ার ছেলে।

জানা যায়, রোববার ভোর রাতে প্রতিদিনের মত কলাগাঁও সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল চোরাইপথে ভারতের মেঘালয় পাহাড়ে কয়লা খনি থেকে চুরি করে কয়লা আনতে যান। খনি থেকে বস্তা করে কয়লা নিয়ে আসার সময় হঠাৎ ওপর থেকে পাথর ও মাটি ভেঙে পরে।

সে সময় তাদের সঙ্গীরা বের হয়ে আসতে পারলেও আবুল মাটিচাপা পরে মারা যান। সঙ্গে থাকা শ্রমিকরা বাংলাদেশে এসে পরিবারকে জানালে স্বজনরা গিয়ে তার লাশ উদ্ধার করে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া বলেন, সীমান্তে দায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে ওপার থেকে কয়লা আনতে গিয়ে একজন নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসেছে। এসব চোরাচালানের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরের উপজেলার এলেঙ্গা সুপার মার্কেটের পেছনে পরিত্যক্ত একটি ডোবা থেকে লাশটি উদ্ধার হয়। নিহত কিশোর এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, তিন ধরে নিখোঁজ ছিল জিহাদ। রোববার দুপুরে এলেঙ্গা সুপার মার্কেটের একজন কর্মচারী প্রসাব করার জন্য গেলে জিহাদের লাশটি দেখতে পান। পরে থানায় খবর দিলে লাশটি পুলিশ উদ্ধার করে।

কালিহাতি থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে বৈদু্যতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের মজিবর রহমানের ৬ বছরের শিশুকন্যা মারুফা বেলা সাড়ে ১১টার দিকে ঘরের বৈদু্যতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়।

বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে রাজারহাট স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে