বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না -ব্যারিস্টার কায়সার কামাল
প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দিয়েছেন (বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র গণঅভু্যত্থানে দুর্গাপুরের শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমাম হাসান আবুচান। অন্যদের মধ্যে আলোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুর্গাপুর উপজেলার নেতা রাতুল খান রুদ্র, রাসেল মিয়া, রেদোয়ান আহমেদ, তাজনীন জাহান পুন্য ও শহীদ পরিবারের সদস্যরা।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলা থেকে নিহত শহীদ মাসুম বিলস্নাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলামের পরিবারকে ব্যারিস্টার কায়সার কামাল তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।