সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বর্ধিত সভা
ম রংপুর প্রতিনিধি
রংপুরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের বর্ধিত সভা শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। রংপুরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যাডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, আব্দুর নুর দুলাল, অশোক কুমার সরকার, শফিকুল ইসলাম শফি, ডা. মতিয়ার রহমান, ডা. এসএম মনোয়ারুল ইসলাম, তানভীর আশরাফী প্রমুখ।
কমিটি গঠন
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পলাশ বাজারে মাহা রেস্টুরেন্টে উপজেলা সুজনের সভাপতি এটিএম আজরফের সভাপতিত্বে বিশ্বম্ভরপুর সুজনের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মহিবুল ইসলাম। অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে শেখ নজরুল ইসলামকে সভাপতি ও এমদাদুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
জুলুস সম্পন্ন
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র মাহে রবিউল আউয়াল মাস ও ১২ রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহম্মদ (সা.)-এর শুভাগমন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে স্বাগত জুলুস শুক্রবার সম্পন্ন হয়েছে। ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ শাহাবুদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নেজামীর সভাপতিত্বে এই জুলুসে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ আলস্নামা কাজী মুহাম্মদ বদরুজ্জামান নঈমী। প্রধান অতিথি ছিলেন চুন্নাপাড়া মুনিরুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ- মাওলানা মহিউদ্দিন হাশেমী। বিশেষ অতিথি ছিলেন ডিআইএম জাহাঙ্গীর আলম।
আলোচনা সভা
ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে রায়গঞ্জে দোয়া ও সদ্য কারামুক্ত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খানের বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক এ সময় ছিলেন জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সভা অনুষ্ঠিত
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলা শিবিরের আয়োজনে শরৎনগর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজ, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা মডেল মসজিদের অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয়ের সভাপতিত্বে এবং রকিবুল ইসলামের সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্রশিবিরের সাধারণ সাম্পদক আবুল কালাম আজাদ।
সম্মেলন অনুষ্ঠিত
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আয়োজনে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির মাওলানা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। এসময় মান্দা উপজেলা শাখার সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার মো. আব্দুর রাকিব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ।
মতবিনিময় সভা
ম সুজানগর (পাবনা) প্রতিনিধি
সুজানগর থানার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনার সুজানগর থানার হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো।
ওসির যোগদান
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. এনায়েত হোসেন। শুক্রবার তিনি আড়াইহাজার থানায় যোগদান করেন। ২৩তম পুলিশ ব্যাচে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উলস্নাহকে শিল্প পুলিশে বদলি করা হয়। এরপর শুক্রবার নতুন ওসি হিসেবে মো. এনায়েত হোসেন আড়াইহাজার থানায় যোগদান করেন।
সমাবেশ অনুষ্ঠিত
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর বাসস্ট্যান্ডে সমাবেশে ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা কৃষকদলের আহ্বায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক কাজীয়েল হাজাত মুনসী। সঞ্চালনা করেন পৌর সাংগঠনিক সম্পাদক ইকবাল ভূইয়া। বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক কাজী এনাম আহমেদ, হালুয়াঘাট কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন।
নগদ অর্থ সহায়তা
ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও অসহায় ২ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে শাহেনশাহ হক ভান্ডারি ইসলামি একাডেমি। শনিবার উপজেলার বীজবাগ শাহেনশাহ হক ভান্ডারি বিয়াম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ফকিরহাট আছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আফছারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা আনোয়ার, শাহেনশাহ হক ভান্ডারি ইসলামি একাডেমির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম সবুজ।
আলোচনা সভা
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১৫ সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ও চট্টগ্রাম বিভাগীয় শোভাযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করার লক্ষ্যে আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। শনিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভায় ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফিক, সহ-সভাপতি শান্তিপ্রিয় চাকমা, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাবিব উলস্নাহ রানা, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক শামসু রানাসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সভা অনুষ্ঠিত
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী শহর ও থানা শাখার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাধবদীর একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমীর আব্দুল জব্বার। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হকের সঞ্চালনায় এ সময় ছিলেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসনাত মাসুম, সাপ্তাহিক বাবুরহাট বার্তার সম্পাদক ও মাধবদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন ভূইয়া, সাপ্তাহিক খোরাকের প্রকাশক অধ্যাপক শেখ শাদী, মাধবদী প্রেস ক্লাবের মাধবদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন।
সুধী সম্মেলন
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে জামায়াতে ইসলামী বাংলাদেশ সিংড়া ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রানীগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিংড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমির মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদের সদস্য মো. আলমগীর হোসেন, ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মো. মোফাখখায়ের ইসলাম মোলস্না, নায়েবে আমির মো. আজিজার রহমানসহ অনেকে।
মতবিনিময় সভা
ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে 'বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় যুবদলের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রবিউল হোসেন তুহিন। উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান খান পান্নু, যুগ্ন আহ্বায়ক মো. এনামুল হক সাজু, যুগ্ম আহবায়ক সেলিম হাচান খান, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ।
কমিটি গঠন
ম দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বড়বন্দর দিনাজপুর জেলা শাখার আওতায় বাশিস উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) এর হলরুমে বাশিস উপজেলা শাখার সভাপতি পদে মো. মোকসেদ আলী ও সদস্য সচিব আতিকুর রহমানসহ ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠন অনুষ্ঠানে রমেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বাশিস কমিটির সাবেক সদস্য সচিব আব্দুল আজিজ।
সভা অনুষ্ঠিত
ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি
দেবিদ্বারে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী দেবিদ্বার উপজেলা শাখা। শনিবার বেলা ১১টায় স্থানীয় ডায়না রেস্টুরেন্টে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু সাইফুল ইসলাম শহীদ। দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং দেবিদ্বার পৌরসভা জামায়াতের আমীর ফেরদৌস আহমেদের উপস্থাপনায় এ সময় ছিলেন জামায়াতের নায়েবে আমীর গোলাম মোস্তফা সরকার, দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, দেবিদ্বার পৌরসভার সেক্রেটারি ওয়ালি উলস্নাহ সরকার।
শান্তি সমাবেশ
ম কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার চাঁচুড়ী বাজারের পাশে ঐতিহাসিক বাবুর মাঠে এ শান্তি সমাবেশের আয়োজন করেন চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম। পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত শেখের সভাপতিত্বে এবং চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন বিশ্বাস ও কামাল সিদ্দিকির যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনে, সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহ্বায়ক সেলিম হোসেন।
মতবিনিময় সভা
ম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার এমপিও ও নন-এমপিও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপার/সহকারী সুপারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বোদা অডিটোরিয়ামে খারিজা মাড়েয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পলস্নী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ ফরহাদ হোসেন আজাদ। সভাটি পরিচালনা করেন সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার নাসির উদ্দীন। বক্তব্য রাখেন প্রামাণিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন।
সমিতির সভা
ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এসএম মোমতাজ উদ্দিন। গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অথিতি ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার শাখার আমির সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
গণসমাবেশ অনুষ্ঠিত
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
'মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র' প্রতিপাদ্যে আলোকে কয়েকটি দাবি নিয়ে গণসমাবেশ করেছে নওগাঁর পোরশা উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকালে সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে গণসমাবেশে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট দলের উপজেলা সভাপতি মাওলানা হুজ্জাতুলস্নাহ শেখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ শহিদুল আলম।
শান্তি সমাবেশ
ম ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সোনাহাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন। নিমগাছী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজল-এ-খুদা তুহিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনছুর পাশা। নিমগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভেটু।