দেশে সৎ ও যোগ্য লোক তৈরি করতে হবে -শাহজাহান চৌধুরী

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, 'দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সৎ ও যোগ্য লোক তৈরি করতে হবে। দেশে আলস্নাহর আইন কায়েম করতে সবাইকে এগিয়ে আসতে হবে।' শুক্রবার চট্টগ্রামের সীতাকুন্ডে ফৌজদারহাট ইডেন পার্কে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এই দেশে সুশাসন কায়েম করতে যোগ্য লোক তৈরি করার জন্য কাজ করে। বিগত আওয়ামী সরকার দেশে জামায়াত-শিবিরের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। তাই শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আর বর্তমান সরকারকে শেখ হাসিনার রেখে যাওয়া দুর্নীতিগ্রস্ত দেশকে সংস্কার করতে সময় দেওয়া উচিত।' সলিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, জামায়াত নেতা মাস্টার নুরুস সালাম, ফারুকি আজম, উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, চট্টগ্রাম-উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি সাবেক পৌর কমিশনার মোহাম্মদ তাহের।