শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জনগণের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন সিএমপি কমিশনার

চট্টগ্রাম বু্যরো
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জনগণের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার জনগণের সরাসরি অভিযোগ, সমস্যার কথা শুনবেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। প্রতি সপ্তাহে মঙ্গলবার বিকাল তিনটায় চট্টগ্রাম নগরের দামপাড়ায় পুলিশ কমিশনার কার্যালয়ে এই শুনানি হবে। এছাড়া প্রতি সপ্তাহে রোববার প্রতিটি থানায় অনুষ্ঠিত হবে 'ওপেন হাউজ ডে'।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি সপ্তাহে মঙ্গলবার নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনবেন এবং তদানুযায়ী সমাধানের চেষ্টা করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। ক্রাইম ডিভিশনগুলোর উপ-পুলিশ কমিশনাররাও সপ্তাহে একদিন একই প্রক্রিয়ায় সবার বক্তব্য শুনবেন ও তদানুযায়ী ব্যবস্থা নিবেন।

এছাড়া প্রতিটি থানায় রোববার বিকাল ৩টায় 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হবে (যা থানা থেকে নির্ধারিত হবে) বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে