পাবনার নবাগত পুলিশ সুপার মর্তুজা আলি খান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের আগে গুটিকয়েক পুলিশ কর্মকর্তা নিজ স্বার্থে পুলিশকে অপব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করায়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
পুলিশের পলিসি ও সেটাপ পরিবর্তন সম্পন্ন হলেই পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু। এজন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে।'
বুধবার পাবনা আটঘরিয়ায় সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সমাবেশে এসব কথা বলেন পুলিশ সুপার। এতে উপজেলা বিএনপি, জামায়াত, হিন্দু সম্প্রদায়ের নেতা, ব্যবসায়ী নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
মর্তুজা আলি খান বলেন, আমিও তো বৈষম্যের শিকার হয়েছি, দীর্ঘদিন নৌ-পুলিশে চাকরি করতেও যোগ্যতা ও সিনিওরিটি অনুযায়ী আমাকেও দীর্ঘদিন পদোন্নতি দেওয়া হয় নাই। অন্তর্বর্তী সরকার সেই বৈষম্যের অবসান ঘটিয়েছে।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজাতে দল-মত-নির্বিশেষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি আগে থেকে স্বেচ্ছাসেবক দল গঠনের পরামর্শসহ সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেন।
আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা গণধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, আটঘরিয়া পৌর বিএনপির আহ্বায়ক আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহ্বায়ক আসিমুদ্দিন, শফিউদ্দিন, মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি নিরদ কর্মকার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম বাপ্পি, কেএম আতিক হাসান, যুবদল নেতা মনোয়ার হোসেন মঞ্জু, যুবদল নেতা মুস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।