শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ভূঞাপুরে জুটমিলে ভয়াবহ আগুন ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভূঞাপুরে জুটমিলে ভয়াবহ আগুন ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার দুপুর দেড়টায় একটি জুটমিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি এলাকার যমুনা ফুড অফিসার ইন্ডাস্ট্রি জুটমিলে আগুন লাগে। পরে সন্ধ্যার দিকে পুরোপুরি আগুন নিভিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

জুটমিলের শ্রমিকরা জানায়, বন্ধের দিন থাকায় মিলের ভেতরে কেউ ছিল না। আমরা কয়েকজন বাইরে কাজ করছিলাম। দেড়টার দিকে মিলের ভেতর থেকে পোড়ার গন্ধ পেয়ে দেখি আগুন লেগেছে। পরে দ্রম্নত ম্যানেজারকে জানিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার স্বপন বলেন, খবর পেয়ে দ্রম্নত ঘটনা স্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

এ ঘটনায় যমুনা ফুড অফিসার ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোতাবেক সরকার বলেন, শুক্রবার ছুটির দিন ছিল। মিলে কোনো কর্মচারী ছিল না। দুর্বৃত্তরা ষড়যন্ত্র করে জুটমিলে আগুন লাগিয়েছে কি না বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ বলেন, জুটমিলে আগুন লাগার বিষয়টি জানতে পেরেছি এবং সেখানে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে