শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

'প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার না করলে গণতন্ত্র হবে না'

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
'প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার না করলে গণতন্ত্র হবে না'

জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা জামাল হায়দার বলেছেন, '৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ১৬ বছরের একটি স্বৈরশাসনের পতন হয়েছে। আমরা দেশের বুকে আগামী দিনে একটি নির্বাচিত জনগণের সরকার কায়েম করতে চলেছি। প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার না করলে গণতন্ত্র হবে না।'

শুক্রবার পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পার্টির এক সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, শেখ হাসিনার যারা প্রভু তারা এখনো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িকতার জিকির তুলে এই সরকারকে সারা পৃথিবীর কাছে হেয় করার চেষ্টা করছে। তারা সাম্প্রদায়িকতার কার্ড খেলে পৃথিবীকে বিভ্রান্ত্র করার চেষ্টা করছে। মুসলিম ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা মন্দির, হিন্দুবাড়ী পাহাড়া দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রা করছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অক্ষুণ্ন থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, সামনে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এটা বাঙালি জাতিরও উৎসব। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের এই ষড়যন্ত্র যেন সফল না হয়। ষড়যন্ত্রী মহল চুপ করে বসে নাই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটার পর একটা বাহানা সৃষ্টি করছে। আপনারা জানেন বিএসএফ সদস্যরা সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশি নাগরিককে মারছে। তারা সীমান্তে অশান্তি, অস্থিতিশীলতা সৃষ্টি করে এই অন্তর্বর্তী সরকারকে নাজেহাল করার জন্য একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মোস্তফা জামাল হায়দার বলেন, 'আমরা গণতন্ত্র চাই, গণতান্ত্রিক সরকার চাই। কিন্তু তার চাইতেও বেশি চাই আমার দেশের সার্বভৌমত্ত, আমার দেশের স্বাধীনতা। আমাদের স্বাধীনতার সংগ্রাম, সার্বভৌমত্ত সংরণের সংগ্রাম এবং গণতন্ত্রের সংগ্রাম একই সঙ্গে চলতে থাকবে।'

নাজিরপুর উপজেলা শাখার সভাপতি মাস্টার খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে