মধুমতী নদীতে বীর মুক্তিযোদ্ধা নিখোঁজ, দুই দিনেও মেলেনি সন্ধান

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে মধুমতী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন হাফিজুর রহমান (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার গিরিশনগদ খেয়া ঘাটে গোসল করতে নামায় স্রোতে কিছুদূরে ভেসে যায় এরপর তলিয়ে এ নিখোঁজের ঘটনা ঘটে। ওই ঘটনার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মোলস্নাহাট ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। মোলস্নাহাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফ জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান মধুমতী নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে তলিয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রম্নত ঘটনাস্থলে আসেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান চালাচ্ছেন, যতক্ষণ না উদ্ধার হয় ততণ তাদের তলস্নাশি অভিযান চলবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, খুলনা থেকে অভিজ্ঞ ডুবুরিরা তাদের সঙ্গে যুক্ত হয়ে তলস্নাশি চালাচ্ছেন।