শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ও জহুর চান বিবি মহিলা কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুলস্নাহ। এ সময় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন ভিসি। শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তুফা। মানপত্র পাঠ করেন প্রভাষক রহমত আলী, বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিব আমিনুল আক্তার, একান্ত সচিব মো. নজরুল ইসলাম, থানার ওসি মোবারক হুসেন ভুইয়া, অ্যাডভোকেট নুরুল আমীন শোয়েব, উপজেলা সাংবাদিক ফোরামে সভাপতি মিজানুর রহমান সুমন, শিক্ষানবিস আইনজীবী সাইফুর রহমান ফয়সল, শামছুল আলম রিপনসহ অত্র কলেজে শিক্ষক-কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সুধীজন। উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, বৈষম্য যদি পাই তাহলে জিরোটলারেন্স। আমার কোনো এজেন্ডা নাই, কাউকে চাকরি দেওয়ার চিন্তা নাই।'