৭২' এর সংবিধানে দেশের মানুষের অধিকার সমুন্নত রাখা হয়নি -আলস্নামা মামুনুল হক
প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আলস্নামা মামুনুল হক বলেছেন, 'আওয়ামী লীগ অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী ৭২ এ সংবিধান প্রণয়ন করেছিল। সে সংবিধানে দেশের মানুষের অধিকার সমুন্নত রাখা হয়নি। সেই সংবিধান প্রণয়ন করে আওয়ামী লীগ ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। অন্য দেশের প্রেসক্রিপশনে প্রণীত সংবিধানে আমাদের দেশ চলতে পারে না। দেশের হাজার বছরের ইতিহাসকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত।'
শনিবার টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা খেলাফত মজলিস আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের এত এত শক্তি ছিল- শেখ হাসিনার পালিত শক্তি। সেই শক্তিবান লীগেরা রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপর কালনাগিনী হয়ে ছোবল মারতো আবার দিনের আলোতে তারাই ওযা হয়ে ঝাড়তে আসতো। এই নাটক করেছে আওয়ামী লীগ। এই নাটকের কলা-কুশীলবরা এখন বাংলাদেশের দৃশ্যপটে নাই। এর জন্য এখন নাটকও নাই।
এখন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন। তাদের মন্দির, গির্জা ও প্যাগোডায় আর হামলা হয় না। হিন্দু ধর্মাবলম্বীদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে কেউ হামলা চালায় না। কারণ আক্রমণকারী আওয়ামী লীগাররা এখন পালিয়ে রয়েছে। ওরা যদি আবার ঢুকতে পারে সংখ্যালঘুদের উপর হামলা দিয়ে অরাজকতা শুরু করবে। সংখ্যালঘুদের বাড়ি-ঘর জ্বালাবে, হিন্দুদের মূর্তি ভাঙবে- এগুলো করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে। তাই সবাইকে সোচ্চার থাকতে হবে।
জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সদস্য মুফতি আশরাফুজ্জামান, যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ ও মাওলানা আতাউলস্নাহ আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি হাফেজ এনামুল হাসান প্রমুখ।