নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) মহাপরিচালক মাসকুরা নূরের পদত্যাগের দাবিতে শনিবার দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সব নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট, ইউনাইটেড নার্সিং কলেজ, তিতাস নার্সিং কলেজে ও মডেল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্ব্বরে এসে মানববন্ধন করে।
ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তারের সভাপতিত্ব বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রোমা খাতুন ও শেফালী আক্তার, নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থী আকাশ মিয়া, ফাহিমা আক্তার, আরিফ মিয়া, রিফাত মিয়া, ফুয়াদ রায়হান ও খাদিজা সুলতানা।
স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে নার্সিং শিক্ষার্থীদের পাশাপাশি নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্মরত নার্সরা অংশগ্রহণ করেন।
এ সময় নোয়াখালী নার্সিং সমন্বয় পরিষদের পক্ষ থেকে আব্দুলস্নাহ ফারুক, মাসুদ পারভেজ, কামরুন নাহার, শিরিন আক্তার, মিজানুর রহমান, জুবেদা উম্মে সালমা ও রেখা রানী মজুমদারসহ নোয়াখালী নার্সিং কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেখানে তারা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন, শাকিলা বেগম, লায়লা আরজুমান, বেদেনা খাতুন, ছবিনা, সুরাইয়া বেগম, মহসিনা ও নাসরিন। এছাড়াও বক্তব্য রাখেন মিডওয়াইফ মায়ানুর এবং শান্তনী।
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের নবাবগঞ্জ হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। নার্সিং এন্ড মিডওয়াইফারির নার্সিং সুপারভাইজার উম্মে কুলসুম বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নার্সদের একটি দল। তখন মহাপরিচালক তাদের সঙ্গে বাজে আচরণ করেন। অতি দ্রম্নত মহাপরিচালক মাকসুরা নূর পদত্যাগ না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান ও ফিরোজা খাতুন উপস্থিত ছিলেন।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়ায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, প্রভাষক কাওসার মাহমুদ, মো. জাকির হোসেন, মো. মহিউদ্দিন জোয়ারদার, রিনা পারভীন, মো. আতিকুর রহমান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের নার্সিং সুপারভাইজার জাকিয়া সুলাতানা, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সভাপতি সিনিয়র নার্সেস অফিসার নাজমা সুলতানা প্রমুখ।