পাঁচ জেলার সড়কে ঝরল ৭ প্রাণ

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও সিএনজির ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। এ ছাড়া চার জেলার সড়কে আরও ৫ জনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও সিএনজির ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। শুক্রবার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পাক্কার মাথা করবস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার নিবস্বা মিয়ার বাড়ির স্বপন মিয়ার ছেলে সুফল মিয়া (১৫) ও গাছতলা ঘাট এলাকার কাজি বাড়ির আতাউলস্নাহ মিয়ার ছেলে আসাদুজ্জামান মুন্না (১৫)। এদিকে গুরুতর আহত বর্ন (১৫) ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আরাফাত (বড়) মিয়ার ছেলে। তারা তিনজনই বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জনান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক পাক্কার মাথা করবস্থান এলাকায় পৌঁছামাত্র পেছন দিক দিয়ে একটি সিএনজি ওভারটেক করে যাওয়ার সময় অপর প্রান্ত থেকে আসা মোটর সাইকেলের তিন আরোহীর মোটর সাইকেলটি সিএনজির সঙ্গে ধাক্কা লাগার পর ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন মৃতু্যবরণ করে। দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। মুন্নাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সে পথিমধ্যে মৃতু্যবরণ করেন। এ বিষয়ে হাইওয়ে থানা ওসি সাঝু মিঞা বলেন, নিহতের মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কোনো ট্রাক ও সিএনজি তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিয়েছিল তা শনাক্ত করা যায়নি। স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র বাদশা (২০) ও কাঁচামাল ব্যবসায়ী আলাউদ্দিন আলা (৪২) নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৯টায় উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের চকপাড়ার সাইফুল ইসলামের ছেলে এবং আলাউদ্দিন আলা জয়রামপুর কাঁঠালতলার মরহুম হাশেম মোলস্নার ছেলে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আরাফাত ইসলাম বলেন, জয়রামপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় বাদশা নামে এক যুবক নিহত হয়েছেন। সদর হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃতু্য হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে নিহত আলাউদ্দিন আলার চাচাতো ভাই আব্দুল হালিম জানান, আলাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার রাত আড়াইটার সময় তিনি মারা যান। নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ভ্যানগাড়ির চাপায় শ্রাবণ (৫) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। শনিবার উপজেলার চরঅস্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শ্রাবণ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার রফিকুল ইসলামের ছেলে। নকলা থানা ওসি আব্দুল কাদের মিয়া জানান, উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারাখোলা এলাকায় ভ্যানগাড়ি চাপায় শ্রাবণ নামে এক শিশুর মৃতু্য হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। নওগাঁ ও আত্রাই প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাই উপজেলায় বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বৌভাতের দিন বাড়িতে অতিথিদের রেখে বাজারে গিয়ে আর ফেরা হয়নি বর সাজেদুর রহমানের। উপজেলার ভবানীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাজেদুর রহমান (২৪)। শনিবার উপজেলার শুঁটকিগাছা এলাকায় আত্রাই-বান্ধাইখাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদুর রহমান উপজেলার নন্দনালী গ্রামের আজাদুর রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা তদন্ত ওসি লুৎফর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তরুণের মৃতু্যও খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার পলাশবাড়ীতে মোটর সাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ঘটনায় আহত ইজিবাইক চালক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জুনদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হোসেন (৫৫) পলাশবাড়ী পৌরসভার রাইগ্রামের খাদেম হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী ইজিবাইক নিয়ে জুনদহ বাজার এলাকা থেকে পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন আবু হোসেন। এসময় বিপরীতমুখী একটি মোটর সাইকেলের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এ সময় আবু হোসেনসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আবু হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তার মৃতু্য হয়। পলাশবাড়ী থানার ওসি কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনায় মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন।