সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
প্রতিবাদ সমাবেশ ম ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রম্নপে ন্যক্কারজনক হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। ঝালকাঠির গণমাধ্যমকর্মীরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কে এম সবুজের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, দৈনিক অজানাবার্তা পত্রিকার সম্পাদক এস এম এ রহমান কাজল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার। বৃক্ষরোপণ কর্মসূচি ম মেহেরপুর প্রতিনিধি ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করে জামায়াতের নেতাকর্মীরা। কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। এ সময় ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার। আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাহাবুবুল আলম, জেলা জামাতের সেক্রেটারি ইকবাল হুসাইন, সহকারী সেক্রেটারি রুহুল আমিন, জামাতের যুব বিভাগের সম্পাদক সোহেল রানা ডলার। আলোচনা সভা ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে বৈষম্যহীন মানবিক নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা কৈখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ জামাল উদ্দিন আনসারী। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী। আরও বক্তব্য রাখেন যুবদলের মোহাদ সেলিম, ইদ্রিস মেম্বার, ইসমাইল মেম্বার, কাজী আবু তাহের। ডেঙ্গু স্প্রে কার্যক্রম ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করে। ডোমার পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির নির্দেশে প্রত্যেকটি ওয়ার্ডে মসজিদে মসজিদে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি করতে কাউন্সিলরদের নির্দেশ দেন। ডেঙ্গু প্রতিরোধে মসক নিধনের জন্য ফরগার মেশিন দিয়ে নিয়মিত স্প্রে কার্যক্রম চলবে বলে জানান। পৌরসভার প্রশাসক, সকল কাউন্সিলরদের সহযোগিতায় উপ-সহকারী প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব হাবিবুর রহমানসহ পৌরসভার অন্য কর্মচারীরা মিলে কার্যক্রম পরিচালনা হচ্ছে। চারা বিতরণ ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে ১৮শ' উপকারভোগী মানুষের মধ্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপকারভোগীদের হাতে এই চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান। চারা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মসূচির প্রোগাম ম্যানেজার মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রহমান, মাইক্রোফাইনান্স প্রোগ্রামের সিনিয়র জোনাল ম্যানেজান মো. মিজানুর রহমান। থানা পরিদর্শন ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডি আই জি ড. মো. আশরাফুর রহমান শুক্রবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর থানা পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন এডিশনাল ডি আই জি সৈয়দ আবু সায়েম, (বিপিএম) সেবা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম। ডিআইজিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম। এর আগে তিনি গৌরীপুর থানায় পৌঁছলে তাকে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদর্শন করেন। শ্রেষ্ঠ শিক্ষক ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান ২০২৪ এ ফুলগাজী উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গাজী আরিফ মান্নান। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। জানা যায় দীর্ঘ প্রক্রিয়া শেষে এর বাছাইকার্য সম্পন্ন হয় এবং শিক্ষা অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ফুলগাজীর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন বলেও জানা গেছে। তিনি একজন মেধাবী শিক্ষক, ইতোমধ্যে তিনি পেশাগত ও লেখালেখিতে সর্বমহলে ব্যাপক সুনাম অর্জন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠান ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি \হনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কর্মরত আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপির উদ্যোগে বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে "এনাফ" ওয়ার্ল্ড ভিশনের গেস্নাবাল প্রচারণার অংশ হিসেবে "শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টি বয়ে আনবে সকলের তুষ্টি" প্রচারণার আলোকে শিশুর পুষ্টি ও খাবার নিশ্চিতকরণের লক্ষ্যে নাজিরপুর এপি'তে "এনাফ" কর্মসূচির আলোকে প্রচারণা উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে নাজিরপুর এপি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপি ম্যানেজার পরিতোষ রেমা। প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ছিলেন এপি প্রোগ্রাম অফিসার উজ্জল রেমা, সিস্টেম সাপোর্ট অফিসার নিপা মানখিন, সাংবাদিক মো. ফখরুল আলম খসরু। ত্রাণসামগ্রী বিতরণ ম রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগঞ্জ পৌরসভাসহ ৮টি ইউপির বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারে 'সম্ভাবনায় রামগঞ্জ' নামের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রম্নপের উদ্যোগে শুক্রবার বিকালে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রম্নপটির প্রধান উপদেষ্টা রায়পুর এমএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে রামগঞ্জ পৌর বাইপাস সড়কে বিতরণের সময় ছিলেন গ্রম্নপের অ্যাডমিন মো. আনোয়ার হোসেন (আনু), মর্ডারেটর মো. মিজানুর রহমান, তাছলিমা আক্তার। বিদায় সংবর্ধনা ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া ভাঁতকুড়াপাড়া হযরত বিলস্নাল (রা.) জামে মসজিদের ইমামকে একটানা ১২ বছর দায়িত্ব পালন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে ওই মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ শেষে ইমাম হাফেজ শহিদুল ইসলামকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ইমাম শহিদুল ইসলামকে সংবর্ধনা জানাতে গ্রামের ধর্মপ্রাণ মুসলিস্নরা ছুটে আসেন মসজিদে। পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রাম কচুয়া উত্তর কামান্নাপাড়া এলাকায় তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মসজিদের সভাপতি আলহাজ বশির আহমেদ বলেন, আমাদের ইমাম সাহেবকে শুধু ইমাম হিসেবে দেখিনাই তাকে আমার ভাতিজার মত দেখতাম। আমি হুজুরকে অনুরোধ করবো আপনি আগের মতোই আমাদের মসজিদে আসবেন। ত্রাণ বিতরণ ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মনোহরগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। শুক্রবার উপজেলার বিভিন্ন ইউপির প্রায় সহস্রাধিক পরিবারকে নৌকাযোগে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান দোলন, যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, মঞ্জুর আলম মজনু, শওকত হোসেন শিহাব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উলস্ন্যা জিকু, সদস্য সচিব আমান উলস্ন্যা চৌধুরী, ইউপি বিএনপির সভাপতি আবুল খায়ের। মাঠ দিবস ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি সন্দ্বীপে 'আধুনিক প্রযুক্তিতে আখের আন্তঃফসল মূল্যায়নের উপর ও লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ' শীর্ষক মাঠ দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে গাছুয়া ইউনিয়ন পরিষদে প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রোনমি ডিপার্টমেন্টের প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান বাদল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পস্ন্যান্ট প্যাথলজি ডিপার্টমেন্ট, প্রফেসর ড. মোহাম্মদ আলী, বাংলাদেশ সুগারক্রম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিবাকর রায়। প্রস্তুতি সভা ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা শুক্রবার সকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ। বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা প্রণব কান্তি মন্ডল, শেখ আসাদুজ্জামান ময়না, মাষ্টার বাবর আলী গোলদার। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. রফিকুল ইসলাম মানিককে কৃতিত্বপূর্ণ শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ক্রেস্ট তুলে দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল আলম ভূঁইয়া। এ সময় ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার ইতি আক্তার।