মনোহরদীতে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদির মনোহরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে হামলা ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলার চর মান্দালিয়া ইউনিয়নের, মাস্টারবাড়ি গ্রামে গত রোববার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে মাস্টারবাড়ি গ্রামে নিজ বাড়িতে, এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রাফেজা লিখিত বক্তব্যে বলেন আমার ছেলে মাহিন ফুটবল খেলা নিয়ে পার্শ্ববর্তী বাড়ির রাব্বির সাথে ঝগড়া হয়। এর জের ধরে আবুল কালাম, কাজলী, উজ্জ্বল, মোহাম্মদ আলী, ইমরান সহ সাত আটজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে এসে হামলা করে। এ সময় তারা আমাকে বাড়িতে না পেয়ে আমার বোন এবং বোনের ছেলেমেয়ের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ঘটনার প্রতিপক্ষের আটজনকে অভিযুক্ত করে নরসিংদী আদালতে মামলা রজু করা হয়। মামলা করার পর থেকে প্রতিপক্ষ তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, বর্তমানে তারা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। এ বিষয়ে মনোহরদী থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।