সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে অন্তত ১৫টি নৌযানে গণডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১টা পর্যন্ত নদীর বালাকান্দা এলাকায় ২টি ইঞ্জিন নৌকায় করে ২৫ জন দুটি ডাকাত দল একের পর এক নৌকা আটকিয়ে গণডাকাতি করে। ডাকাতির শিকার একাধিক ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন। নৌযান শ্রমিকরা জানান, বাল্কহেড নৌকা নিয়ে উজানের দিকে যাওয়ার সময় সঙ্ঘবদ্ধ ডাকাতরা নৌকা থামিয়ে মাঝি মালস্নাদের মারধর করে তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল ফোন ও ডিজেল ইত্যাদি লুট করে নিয়ে যায় ডাকাতদের পিটুনিতে গুরুতর আহত নৌকার মাঝি সইদুর রহমানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার বাড়ি জেলার বিশম্ভরপুর উপজেলার ফুলবরি গ্রামে। সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা অবগত হয়ে ভিকটিমদের থানায় অভিযোগ দিতে বলেছি। সেইসাথে ডাকাতি রোধে চলতি নদীতে টহল জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।