শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

পাবনা প্রতিনিধি
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম আবির্ভাব তিথি উপলক্ষে বৃহস্পতিবার শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর আশ্রম প্রাঙ্গণে দিনব্যাপী অনাড়ম্বর পূর্ণ এক উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল সকালে ও সন্ধ্যায় সমবেত প্রার্থনা এবং ভক্তি সঙ্গীত পরিবেশন। শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ১২৯৫ সালে ৩০ শে ভাদ্র তালনবমী তিথিতে জন্মগ্রহণ করেন। সেই অনুসারে প্রতিবছর ভাদ্র মাসের তালনবমী তিথিতে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসব পালন করা হয়ে থাকে। এদিন সন্ধ্যায় শ্রীমন্দিরে অনুষ্ঠিত সমবেত প্রার্থনা পরিচালনা করেন শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এ সময় বিপুলসংখ্যক ভক্তরা প্রার্থনায় অংশগ্রহণ করেন। শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন জানান, আমরা এ বছরের উৎসবের খরচের টাকা থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। এদিকে রাতে আশ্রম প্রাঙ্গণে আয়োজিত প্রার্থনা সমাবেশ স্থলে উপস্থিত হন পাবনা জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। উপস্থিত ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন সৌমিত্র মজুমদার পলাশ।