খুলনার রূপসায় হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও তিন জেলায় আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার রূপসায় ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার নৈহাটী গোডাউন মোড় এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫)। তিনি ওই এলাকার শহিদুল শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলফার নাহার সেতারার একমাত্র ছেলে রায়হান শেখ ইনকাম ট্যাক্সে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। স্বামী শহিদুল শেখ সচিবালয়ে চাকরি করতেন, গত ৩-৪ মাস আগে মারা যান। এ কারণে গুলফার নাহার সেতারা বাসায় একা ছিলেন।
সকালে কাজের মেয়ে শাহিনুর ঘরের সামনের গেট বন্ধ দেখতে পেয়ে ডাকতে থাকেন। নীরব অবস্থা দেখে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনের গেট খোলা দেখেন। পরে এলাকাবাসী এসে ঘরের ভেতরে ঢুকলে ওই নারীকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এলাকার লোকজনের ধারণা, বাড়িতে চুরি করতে এসে কেউ এ ঘটনা ঘটিয়েছে।
রূপসা থানা ওসি এনামুল হক জানান, খবর পেয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মহিলার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির আঙিনা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলা সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে একটি বাড়ির আঙিনায় পড়ে থাকা রক্তাক্ত অবস্থায় পাওয়া মরদেহটি পওয়া যায়। নিহত শামীম হোসেন (১৪) ওই উপজেলার ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক করিমের ছেলে। তিনি স্থানীয় ঝড়কা বাজারে একটি মুরগির দোকানের কর্মচারী ছিলেন।
এ বিষয়ে ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটা হত্যাকান্ড। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
অপরদিকে, কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে রেললাইনের পাশে শুক্রবার সকালে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
থানা পুলিশ বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। পরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে হোসনা আক্তার (৩৫) নামক গৃহবধূর খুন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পৌর শহরের পূর্ব রাবারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজিম উদ্দিনের নির্দেশে কবির উদ্দিনসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ঘটনাস্থলে হোসনা নিহত হন।
নিহতের স্বামী বাদল মিয়া বলেন, তার স্ত্রীকে যারা হত্যা করেছে তাদের শাস্তির দাবি করেন।
বাজিতপুর থানার ওসি মুর্শেদ জামান বলেন, এ বিষয়ে একটি মামলা রুজু হয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে জুনায়েদ হক ভূঁইয়া (২) নামে এক শিশু পানিতে পড়ে মৃতু্য হয়েছে। শিশু জুনায়েদ উপজেলা বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের জহিরুল হক ভূঁইয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুই বছর বয়সি জুনায়েদ হককে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি ছেলেটি পুকুরের পানিতে ডুবে মৃতু্য হয়েছে।