জমি দখলমুক্তসহ বিভিন্ন দাবিতে তিন জেলায় মানববন্ধন
প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ঢাকার কেরানীগঞ্জে ব্যক্তি মালিকানাধীন জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও মহাসড়কে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ ছাড়া বিভিন্ন দাবিতে দুই জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ ঘেঁষে কেরানীগঞ্জের ভাওয়ার ভিটি ব্যক্তি মালিকানাধীন জমি অবৈধ দখলদারের হাত থেকে দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও মহাসড়কে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার উপজেলার ভাওয়ার ভিটি মানববন্ধন শেষে ঢাকা-মাওয়া মহাসড়কে বিক্ষোভ করেন। স্থানীয়রা জানায়, সাবেক বিদু্যৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ক্ষমতার প্রভাব খাটিয়ে পুলিশ, মামলা-হামলা ও শাহীন চেয়ারম্যানের ক্যাডার বাহিনী দিয়ে ভয় দেখিয়ে গ্রামের সাধারণ কৃষকের এসব জমি দখল করেছেন। ভাওয়ার ভিটি দুটি চরের তিন ফসিল কৃষিজমির পরিমাণ প্রায় দুই হাজার বিঘার ওপর। সে চরের ৮ শতাধিক বিঘা জমি জোরপূর্বক বালু ফেলে দখল করে বিপু-শাহীনের 'প্রিয় প্রাঙ্গণ'। তাদের সাঙ্গপাঙ্গ আওয়ামী লীগের দানব সন্ত্রাসী জসিম, এরশাদ ও রিয়াজুল প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিত দিন-রাত জমি না দিলে। কিন্তু সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই সম্পদ গোপন করতে বিলে থাকা হামিদ রিয়েল এস্টেট নামে 'প্রিয় প্রিঙ্গাণ' সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। মানববন্ধনে জিয়াউর রহমান ও ইসমাইল বলেন, 'অবৈধ শাহীন চেয়ারম্যান, আওয়ামী লীগ সন্ত্রাসী জসিম, এরশাদ ও রিয়াজুলরা মিলে কৃষিজমি জোরপূর্বক দখল করত। প্রিয় প্রাঙ্গণ থেকে কৃষিজমি উদ্ধারের জন্য গ্রামের লোকজন মিলে মানববন্ধন করেছি এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের দাবি, আমাদের জমি ফিরিয়ে দেন।' এ বিষয়ে সাবেক বিদু্যৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া অভিযুক্ত সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, আওয়ামী লীগ নেতা জসিম মাহমুদ, এরশাদ ও রিয়াজুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল জেলা সদর মডেল মসজিদের ইমাম পদে ওলামা লীগ নেতা মুফতি মুজাম্মিল হক নূরীর নিয়োগ বাতিলের দাবিতে বাদ জুমা মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মুসলিস্নরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফজলুল হক, মুসলিস্ন মো. সোহেল, মিলন চৌধুরী, নাঈম হোসাইন রিপন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ সাইফুল আলম টিটু। বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা প্রশাসন জেলা সদর মডেল মসজিদের ইমাম পদে তিন দফায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। প্রতিবারই পরীক্ষায় বর্তমান ইমাম হাফেজ মুফতি মাওলানা নুর মোহাম্মদ প্রথম হয়। কিন্তু জেলা ওলামা লীগের নেতা আবু হানিফের জামাতা মুফতি মুজাম্মিল হক নূরীকে নিয়োগ দিতে প্রশাসনের পক্ষ থেকে প্রহসন করা হয়। তারা অবিলম্বে ওই নিয়োগ বাতিল করে বর্তমান ইমাম হাফেজ মুফতি মাওলানা নুর মোহাম্মদকে নিয়োগ দেওয়ার দাবি জানান। দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দেবিদ্বার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমিলস্না-সিলেট মহাসড়কের পৌর এলাকার বারেরা নামক স্থানে ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, 'কাউন্সিলর আলিম একজন ভালো মনের মানুষ, মানুষের বিপদে-আপদে সবসময় সে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার চেষ্টা করেন, কোনো রাজনীতির সঙ্গেও তিনি জড়িত ছিলেন না। আমরা এলাকাবাসী ওই মামলা থেকে অবিলম্বে কাউন্সিলর আব্দুল আলিমের নাম প্রত্যাহার চাই।' মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুল আলিমের স্ত্রী আখলিমা আক্তার, চাচী নাসিমা বেগম, মাওলানা ফিরোজ শাহ, মালেক মাস্টার, জুমারাত, ছগির আহম্মেদ ভূইয়া প্রমুখ।