জামায়াত কর্মীদের উন্নত চরিত্র দিয়ে সমাজে গণভিত্তি রচনা করতে হবে -মুহাম্মদ শাহজাহান
প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ম চট্টগ্রাম বু্যরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, 'আগামীর ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য জামায়াত কর্মীদের উন্নত চরিত্র দিয়ে সমাজে গণভিত্তি রচনা করতে হবে। সংগঠনের অভ্যন্তরে সুন্দর জান্নাতি পরিবেশ নিশ্চিত করার জন্য আনুগত্য, পরামর্শ ও এহতেশাবের চর্চা সংগঠনের সকল স্তরে যথাযথভাবে প্রচলন রাখতে হবে।' শুক্রবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা জামায়াত আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'কুরআনের জ্ঞানে নিজেদেরকে আলোকিত করতে হবে জামায়াতে ইসলামীর কর্মীদের। আকাইদ ও ফিকহর জ্ঞানে পারদর্শী হতে হবে সকলকে। সমাজ ও নিজেদেরকে ইসলামের সঠিক জ্ঞানে পরিশুদ্ধ করে কথা-কাজে মিল রেখে চলতে হবে। ভারসাম্যপূর্ণ মেজাজের অধিকারী ও হিকমার মাধ্যমে শত্রম্নর হৃদয়কে জয় করার যোগ্যতা অর্জন করতে হবে। সব ধরনের অশ্লীলতা পরিহার করে জীবনকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে হবে। সর্বোপরি আলস্নাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে রাসূল (সা) ও তাঁর সাহবীদের অনুসারী হতে হবে।'
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, 'আলস্নাহ্ তা'আলাই মানবজাতির একমাত্র রব, বিধানদাতা ও হুকুমকর্তা, কুরআন ও সুন্নাহ্ই মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান, মহানবীই (সা.) মানবজীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের লক্ষ্য এবং আলস্নাহ সন্তুষ্টি ও আখিরাতের মুক্তিই মুমিন জীবনের কাম্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীন ইসলাম কায়েম করতে চায় বলেই সংগঠনের মাধ্যমে যোগ্য লোক তৈরি করছে।'
চান্দগাঁও থানা জামায়াতের আমীর মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মো. আজাদ চৌধুরী ও মো. ওমর গনি, সাংগঠনিক সেক্রেটারি মুজিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড আমীর ইঞ্জিনিয়ার ওমর ফারুক, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য নুরুল মোস্তফা হেলালী, ড. জাকির হোসেন হাওলাদার, হাফেজ আব্দুল আজিজ মো. শোয়াইব, আব্দুল কাদের পাটোয়ারী।