অনুমতি ছাড়াই চলছে চৌগাছার বলুর মেলা!
প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় পীর বলুহ দেওয়ানের ওরশ উপলক্ষে ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছরে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মচাঞ্চল্য না থাকায় মেলার অনুমতি দেয়নি প্রশাসন। কিন্তু একটি মহল মেলার অনুমতি পেয়েছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে স্টল বাণিজ্যে ও নানা অসঙ্গতির মধ্য দিয়ে মেলা শুরু করেছে।
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, 'আমি শুনেছি বলুহ দেওয়ানের ওরশ উপলক্ষে একটি মেলার আয়োজন করেন স্থানীয়রা। সেখানে শত শত দোকানপাট বসে। স্বাভাবিকভাবে হাজার হাজার মানুষের সমাগম হয় মেলায়।
সে হিসেবে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি নিয়েই মেলার আয়োজন করা হয়। এ বছরে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মেলার অনুমতি পাওয়ার কোনো খবর আমার জানা নেই'।
প্রতি বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কপোতাক্ষ তীরবর্তী হাজরাখানা গ্রামে ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ানের ওরশের সময় স্থানীয়রা যশোর জেলা প্রশাসকের অনুমতিক্রমে মেলার আয়োজন করে থাকেন।
মেলা আয়োজক কমিটি যশোরের জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করলে এ বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মেলার অনুমতি পাওয়া যায়নি বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, মেলার আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিবছর মেলার সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। কিন্তু এ বছর পুলিশ সে াবে ভূমিকা রাখতে পারবে না। তা ছাড়া মেলার অনুমতি না হওয়ায় পুলিশ প্রহরা নেই।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, একটি পক্ষ কোনোরকম অনুমতি ছাড়ায় মেলার আয়োজন করেছেন। এলাকায় মানুষের জান মালের নিরাপত্তার যথেষ্ট আশঙ্কা রয়েছে।
মেলা আয়োজক কমিটির সভাপতি মিজানুর রহমান ও সম্পাদক বাবুল বলেন, মেলার অনুমতি নিয়েই আয়োজন করা হয়েছে। তাদের কাছে অনুমতিপত্রের অনুলিপি দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। তারা বলেন, কোনো অর্থ বাণিজ্য করা হয়নি।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, 'আমাদের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন। আমরা একটি প্রতিবেদন পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি।'