বরিশালে ফয়জুল করীম

এক লুটেরাকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় চাই না

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বরিশাল অফিস
কোনো দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো যাবে না বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 'এক লুটেরা, দুর্নীতিবাজ, খুনি-ডাকাতকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা ঐক্য চাই, কিন্তু এই ঐক্যের মাধ্যমে কোনো বাতিল প্রতিষ্ঠিত হোক সেটা চাই না।' বৃহস্পতিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জাতীয় ওলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, 'জনগণ সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান চায়। জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না। বিগত ১৬ বছরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে, দেশে প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে, সেই আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায়না জনগণ। যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায়- ছাত্র-জনতা পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে।' পরিষদের জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইসম্মা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাও. ওবায়দুর রহমান মাহবুব ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। আমন্ত্রীত অতিথি ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রী যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান কাশেমী ও দ্বীনে কায়েম সংগঠনের জেলা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনে বাংলাদেশের জেলা সহ-সভাপতি শেখ সামছুল আলম মিলন, মহানগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ সানাউলস্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।