আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃতু্য

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে শিশুসন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা দিকে ভাদাইল এমএ হাসান বাচ্চুর নিজ মালিকানাধীন ভবনের চতুর্থ তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশীদের দাবি, দাম্পত্য কলহ থেকে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বাড়ির মালিক এমএ হাসান বাচ্চু, তার স্ত্রী স্বপ্না বেগম ও তাদের চার বছর বয়সি মেয়ে জান্নাতী। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বাচ্চুর ছেলে হিমেল। স্থানীয়রা জানান, বাচ্চু মিয়া এনজিও ব্যবসায়ী ছিলেন। তার প্রথম স্ত্রী চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। ওই ঘরে তার মেয়ে জান্নাতী। বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। বৃহস্পতিবার সকালে তাদের ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাচ্চু মিয়াকে মৃত অবস্থায় দেখতে পায়। তার স্ত্রী ও সন্তান তখনও বেঁচে ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। নিহত বাচ্চুর পা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রতিবেশী ইয়াসমিন আক্তার বলেন, 'সকাল ১০টার দিকে বাচ্চুর স্ত্রী তার মেয়েকে স্কুলে থেকে নিয়ে এসে দরজা লাগিয়ে দেন। এরপর দুপুরে তার ছেলে হিমেলের চিৎকারে ভবনের চারতলা থেকে দগ্ধ অবস্থায় স্বপ্না, জান্নাতী ও হিমেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না ও জান্নাতীকে মৃত ঘোষণা করেন। হিমেলকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে বাড়ির মালিক বাচ্চুকে মৃত অবস্থায় কক্ষের ভেতরে পাওয়া যায়।' বাচ্চুর ছোট বোন হেনা বেগম বলেন, 'স্বপ্না বাচ্চুর তৃতীয় স্ত্রী। আগের স্ত্রী অনেক আগে চলে গেছে। হিমেল হচ্ছে সেই প্রথম স্ত্রীর ছেলে। দ্বিতীয় স্ত্রী মীমাংসার মাধ্যমে আলাদা হয়ে গেছে। ওই ঘরে একটি মেয়ে রয়েছে।' আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, 'ভাদাইলে একই পরিবারের তিন জনের মৃতু্যর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'