শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মতবিনিময় সভা

ম শেরপুর প্রতিনিধি

রাষ্ট্র সংস্কার, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী ঐক্য গড়ে তুলতে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র নাগরিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের সরকারি ভিক্টোরিয়া একাডেমি মাঠে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান। বক্তব্য রাখেন সমন্বয়ক আহনাফ সাঈদ খান, সহ-সমন্বয়ক সাকিবুল হাসান, সোহানুর রহমান সোহাগ, ইসরাত জাহান সূচনা, সূচনা আফরিন সর্মি, সুমাইয়া আফরিন, রকিবুল ইসলাম আইনী, সাখাওত হোসেন, তৌহিদ সিয়াম প্রমুখ।

কৃষি প্রণোদনা

ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চলতি অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনার সার-বীজ পেয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২৯০টি কৃষক পরিবার। বৃহস্পতিবার উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষি অফিস চত্বরে ৫ কেজি করে মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ, ইলারানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ

ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় বন্যাকবলিত পানিবন্দি গরিব ও অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। উক্ত কর্মসূচিতে পানিবন্দি পরিবারের মাঝে চিড়া, আটা, গুড়, মুড়ি এবং মোমবাতি প্রদান করা হয়। বিতরণ কালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তামজিদুর রহমান চৌধুরী জানান, 'আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে।' এ সময় বন?্যাকবলিত মানুষ জানান, সেনা জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকান্ডে স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সাধুবাদ জানায়।

আলোচনা সভা

ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস পালন করা হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে এ আয়োজন হয়। সমবায় দল জেলার সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর আফরোজ বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমবায় দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বেলাল হোসেন, সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল কাদের লুটু প্রমুখ।

সার বিতরণ

ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাষকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের সালথায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে এসব বিতরণ করা হয়। এ সময় ২শ' জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতিজনকে ৫ কেজি করে মাষকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়। বিতরণকালে উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

ফুটবল ম্যাচ

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

বন্যাদুর্গত মানুষদের সাহায্যার্থে দিনাজপুরের ঘোড়াঘাটে সব স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে শিক্ষক ও সাবেক খেলোয়াড় আল মামুনের পরিকল্পনায় চ্যারেটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঘোড়াঘাট ফুটবল খেলার মাঠে কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার তিতুমীর চৌধুরী টিটু প্রমুখ।

প্রস্তুতিমূলক সভা

ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় হরিবাসর প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি মনজুরুল ইসলাম মনজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গোপাল দেবশর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রতন কুমার রেন্টু, দিনাজপুর রাজদেবোত্তর ট্রাস্টি বোর্ডের সদস্য বিমল দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি প্রেমানন্দ রায় প্রমুখ।

মা সমাবেশ

ম আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনির নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। সহকারী শিক্ষক দেশবন্ধু মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ আলম। এ সময় সহকারী শিক্ষক ইবাদুল ইসলাম, শিউলি মন্ডল, তপতি গোলদারসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভা

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন গফরগাঁও সেনা ক্যাম্পের মেজর শরীফ আহম্মেদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহছান অ্যাডভোকেট, গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম প্রমুখ।

জশনে জুলুস

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নারায়ে তাকবির, নারায়ে রেসালতের সেস্নাগানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জশনে জুলুস বের হয়ে উপজেলা প্রশাসনিক চত্বর এলাকার হ্যালিপ্যাড মাঠে জমায়েত হয়। পরে উপজেলা আহলে সুন্নাতে ওয়াল জামাত সমন্বয় পরিষদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আহলে সুন্নাতে ওয়াল জামাতের সম্পাদক মো. রাশীদ মিয়ার উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমন্বয় কমিটির সভাপতি রইছ মিয়া।

সভা অনুষ্ঠিত

ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

বিদেশ থেকে ফিরে আসা নারী ও পুরুষ অভিবাসী শ্রমিকদের পুনর্বাসন সহায়তা প্রকল্প আরএসআরএমডবিস্নউ ফরিদপুরের আওতায় সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাবুব এলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস, নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম, সমাজসেবা কর্মকর্তা কলেস্নাল সাহ, কারিতাসের উচোমেন রাখাইন, আবু সাইফ, মাথিয়াস হালদার, ব্র্যাকের রত্না আক্তার প্রমুখ।

সংবর্ধনা প্রদান

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন আনোয়ারুল কবির বাদল। যোগদান উপলক্ষে পার্বতীপুর সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে সংবর্ধনা প্রদান করেন। বৃহস্পতিবার কলেজ অডিটরিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ফয়েজুর রহমান, অধ্যাপক আতাউর রহমান, প্রভাষক আর মঞ্জুর মোর্শেদ, শিমন আফরুজা বেগম সিদ্দিকা, প্রদর্শক আইনুল ইসলাম, শিক্ষার্থী ফারহান, সানজিদা আকতার প্রমুখ।

আলোচনা সভা

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অফিসে 'ইএসডিও সীড্‌স' কর্মসূচি সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার সরিফ আহম্মদের সভাপতিত্বে সহকারী শিক্ষা কর্মকর্তা, প্রকল্পের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ইএসডিও সীড্‌স প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ইএসডিও সীড্‌স কর্মসূচি সম্পর্কিত বিভিন্ন বিষয়সমূহের ওপর বিস্তারিত আলোচনা করা হয় এবং পরবর্তী পরিকল্পনাসমূহ নির্ধারণ করা হয়।

উপকরণ বিতরণ

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে কাজু বাদাম ও কফি চাষের উপকরণ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 'কাজু বাদাম ও কপি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ'-এর আওতায় প্রদর্শনীভুক্ত কৃষকের মাঝে এসব উপকরণ প্রদান করা হয়। উপকরণ হিসেবে দেওয়া হয়- কপি ও কাজু বাদামের চারা, জৈব ও রাসায়নিক সার, বালাইনাশক, ঘেরাবেড়ার জন্য জাল, স্প্রে মেশিন ও খুঁটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এসব উপকরণ বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার বিশ্বাসসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী পৌরসভার মনসারামপাড়ায় বুধবার দুপুরে মেনকেয়ার গ্র্যাজুয়েশন উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে নির্বাচিত উপকারভোগী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মহিলা কাউন্সিলর ও নারী উদোক্তা রত্না রায়, নগর প্রতিবেশী উন্নয়ন কমিটির সভাপতি ইলিয়াস সরকার, বিএসএল সহায়তাকারী আব্দুল মান্নান, ইউএল সহায়তাকারী কেয়া রানী রায়, মেনকেয়ার দলের সভাপতি কনা রানী রায় প্রমুখ।

ত্রৈমাসিক সভা

ম নাটোর প্রতিনিধি

নাটোরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজের (যুক্ত) প্রকল্প জেলার নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ডাসকো ফাউন্ডশনের ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা করেন- ডাসকো ফাউন্ডেশনের ট্রেনিং এন্ড অ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম, এফএফ সুনীল কুমার রায় ও হামিদুর রহমান। সভায় তথ্য অধিকার আইন, সাইবার বুলিং, তাল বীজ সংগ্রহ ও রোপণ, সিএসও উদ্যোগ, গণতন্ত্র কি, সুশাসন কি, নারী অধিকার ও সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, রোডশো ও তথ্য মেলার প্রস্তুতি বিষয়সহ সিএসও এসেসমেন্ট বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভা

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে কুষ্ঠুরোগীদের নিয়ে কাজ করা এনজিও প্রতিষ্ঠান দি লেপ্রসিমিশন বাংলাদেশের সংস্থার তিতাস শাখার সঙ্গে সুবিধাভোগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে প্রজেক্ট ম্যানেজার লাভলী ম্রং'র সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. রেহানা বেগম, সমাজসেবা অফিসের ফিল্ড সুপাইভাইজার মো. মোসলেহ উদ্দিন। উপস্থিত ছিলেন কুমিলস্না অঞ্চলের শম্পা বৈরাগী, ঢাকা গাজীপুর অঞ্চলের শিল্পী বৈরাগী, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সুমন বিশ্বাস, তিতাস শাখার সুরমা আক্তার, হোমনা শাখার রানিয়া আক্তার প্রমুখ।

সংবর্ধনা প্রদান

ম চিতলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী ইউএনও আসমত হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল নবাগত ও বিদায়ী ইউএনওকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, শ্রীনিবাস মন্ডল, আমানত আলী, প্রভাষক মো. আব্দুল আহাদ, জসীম উদ্দীন, রবিউল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শহীদ মীর প্রমুখ।

সুধী সমাবেশ

ম নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বনপাড়া বাইবাস চত্বরে বড়াইগ্রাম ওই কর্মসূচির আয়োজন করে। নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। আরও বক্তব্য রাখেন ইউএনও লায়লা জানাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম থানার পরিদর্শক সাফিউল আজম খান, জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে হরিপুরে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ১০২ এর উপকারিতা, গুণাগুণ, উৎপাদন প্রক্রিয়া, ফলনসহ নানা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আরডিআরএস বাংলাদেশ'র আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। অন?্যানে?্যর মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা, কৃষিবিদ শাহিনুর ইসলাম, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও কৃষক কৃষানি।

খাদ্য সহায়তা

ম মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে শতাধিক প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব খাদ্য উপহার বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের সংগঠন ওডিপি-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মাহিন শাহরিয়া এবং সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আমপুটি ফুটবল দল ও হুইল চেয়ার ক্রিকেট দলের সদস্য মো. সাহাব উদ্দিন, প্রতিবন্ধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, সাইদুল ইসলাম ও ইশতিয়াক ভূঁইয়া সুমন।

বাড়িতে আগুন

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের জনৈক আনিছ মিয়ার বাগানবাড়িতে এক অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রসহ অন্তত দুই লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন আনিছ মিয়া। বুধবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, আগুনের ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখবেন ও নাশকতাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আলোচনা সভা

ম স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারী পৌরসভার মনসারামপাড়ায় বুধবার দুপুরে মেনকেয়ার গ্র্যাজুয়েশন উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে সভায় বক্তব্য রাখেন পৌরসভার মহিলা কাউন্সিলর ও নারী উদোক্তা রত্না রায়, নগর প্রতিবেশী উন্নয়ন কমিটির সভাপতি ইলিয়াস সরকার, বিএসএল সহায়তাকারী আব্দুল মান্নান, ইউএল সহায়তাকারী কেয়া রানী রায়, মেনকেয়ার দলের সভাপতি কনা রানী রায় প্রমুখ।

মাছের পোনা অবমুক্ত

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ১০২টি জলাশয়ে দুই হাজার ২০৯ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার জেলার কিশোরগঞ্জে অবমুক্তকরণের মধ্য দিয়ে শেষ হয়েছে এই কর্মসূচি। জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, পাঁচ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে এসব জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এতে সুফলভোগীর সংখ্যা রয়েছে ৯ হাজার ৪৭০ জন। জেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, কার্প জাতীয় মাছের পোনা ছাড়া হয় এসব জলাশয়ে।

চারা রোপণ

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

বন্যাকবলিত ফেনির ফুলগাজির কৃষকদের জন্য ধানের চারা পাঠিয়েছে নীলফামারীর হরিণচড়া ইউনিয়ন যুবদল। ১৪০ বিঘা জমিতে এই ধানের দোগছি চারা রোপণ করা যাবে। মঙ্গলবার ট্রাকে ফেনির ফুলগাজি এলাকায় ধানের চারা দিয়ে আসেন ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দুলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব শাহজাহান আলী ও সদস্য সামিউল ইসলাম। স্থানীয় যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে আমন ধানের এই চারা সংগ্রহ করা হয় বন্যাকবলিত কৃষকদের আবাদের জন্য। জেলা যুবদলের সভাপতি সাইফুলস্না রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী বলেন, বন্যাকবলিত এলাকায় ধানের চারা পাঠিয়ে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে হরিণচড়া ইউনিয়ন যুবদল।

সভা অনুষ্ঠিত

ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বাস্তবায়নে ঝড়পরড় ঊপড়হড়সরপ ঊসঢ়ড়বিৎসবহঃ রিঃয উরমহরঃু ধহফ ঝঁংঃধরহধনরষরঃু-ঝঊঊউঝ কর্মসূচির উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা অফিসে কর্মসূচি সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার মো. সরিফ আহম্মদের সভাপতিত্বে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তারা, প্রকল্পের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ইএসডিও সিডস প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে