নাগেশ্বরীতে ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে ৪ শিশু নিখোঁজ ৩ জনকে মৃত উদ্ধার

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৬ জন শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় ৩ জন মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজ চার শিশু ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আঁখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)। তারা স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণি ও বাকি তিনজন প্রথম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে। বারবার মূর্ছা যাচ্ছেন নিহতের বাবা মা ও স্বজনরা। জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, গত বুধবার দুপুরে স্কুল ছুটির পর ছয়জন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠে আরেকজনকে টেনে তুলতে পারলেও বাকি চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই খোঁজাখুঁজি করলেও উদ্ধার করতে পারেনি। রাত হয়ে যাওয়ায় খোঁজা বন্ধ রাখা হয়। নারায়ণপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য কবিরুল ইসলাম জানান, সকালে আতিক হাসান নামের এক শিশু ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে চিলমারী উপজেলার রানীগঞ্জ এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাসতে দেখে সেখানকার স্থানীয়রা একজনকে উদ্ধার করেছে। আরেকজন মোলস্নাপাড়া এলাকায় উদ্ধার হয়। এখনো আঁখিমনি নিখোঁজ রয়েছে। রংপুর ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, তারা খবর পেয়ে রাতে আসতে না পেরে সকাল ৬টার দিকে এসে জানতে পারেন একজনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তারা উদ্ধার কাজে নামেন। এর মধ্যে চিলমারীর রানিগঞ্জ বেড়িবাঁধের কাছ থেকে জুয়েল রানা ও মোলস্নারহাট এলাকা থেকে নাজমুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন সেখানকার স্থানীয়রা। আরেকটি মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।