শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সবুজ সংহতি বিষয়ক এক মতবিনিময় সভায় এ কোয়ালিশন গঠন করা হয়। কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ'র (বারসিক) আয়োজনে এ সভা হয়। বারসিকের সমন্বয়কারী গুঞ্জন রেমার সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন বারসিক'র নেত্রকোনার আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, শিক্ষক অমল চন্দ্র দেব, শাহজাহান কবির, মহাদেও নদ রক্ষা কমিটির সভাপতি লুয়ের নংমিন, কৃষক ফেরদৌস ওয়াহিদ প্রমুখ। সভায় বিভিন্ন কৃষক, শিক্ষার্থীসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ, কৃষিপ্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা করা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা বর্তমান পরিবর্তিত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সীমাহীন লোভের কারণে আজ প্রকৃতির অন্যান্য সৃষ্টি পাহাড়, বন, নদ-নদী জলাশয়-জলাধার সবই ভয়াবহ বিপন্নতার পথে। প্রকৃতির ওপর নির্ভরশীল সৃষ্টির সেরা 'জীব' বলে দাবিদারদের একটি শক্তিশালী অংশ এ বিপন্নতা তৈরির জন্য দায়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে